Faculty of Engineering > EEE

Optical time-domain reflectometer (OTDR)

(1/1)

mostafiz.eee:
OTDR(optical time-domain reflectometer ) হল একটি অপ্টো ইলেক্ট্রিক যন্ত্র, যা অপটিক্যাল ফাইবার এর লস পরীক্ষা করার জন্য ব্যাবহার করা হয় । OTDR দ্বারা অপটিক্যাল ফাইবার এর মধ্য দিয়ে বিক্ষিপ্ত আলো প্রেরন করা হয়। OTDR রাডার হিসাবে কাজ করে, এতে একটি উচ্চ ক্ষমতা সম্পণ্ণ লেন্সের আলো প্রেরন করা হয়, যা ফাইবারের মধ্য দিয়ে শেষ মাথা পর্যন্ত যায় । অপটিক্যাল ফাইবার এ যে আলো প্রবেশ করে OTDR তার গতি ও চাপ পরিমাপ করে । এই আলোর কিছু অংশ আবার পূর্বের অবস্থানে ফিরে আসে , যা এই  মেশিনের স্পর্শকাতর রিসিভার রিসিভ করে । এভাবে দূরত্ব পরিমাপ করা হয়। যে পরিমান আলো ফাইবারের মধ্য দিয়ে প্রেরন করা হয় তার সবটুকু পৌছাতে না পারলে তা ফেরত আসে । এই ফেরত আলো পরিমাপ করে ফাইবারের লস নির্ণয় করা হয় । যে পরিমান আলো কম ফেরত  আসে সেটায় ফাইবারের লস ধরা হয়।

Navigation

[0] Message Index

Go to full version