Science & Information Technology > Latest Technology
মোটরসাইকেল চুরির ভয় আর নয়!
(1/1)
Karim Sarker(Sohel):
মোটরসাইকেল পার্কিংয়ে রাখার পর অনেকেই ভয়ে থাকেন। এই বুঝি খোয়া গেল সাধের মোটরসাইকেলটি।
তবে চালকদের সেই ভয় ও শঙ্কা দূর করবে ১১০ সিসি’র মাহিন্দ্রা সেঞ্চুরো (centuro) মোটরসাইকেল। মোটরসাইকেলটি ভারত থেকে বাংলাদেশে আমদানি করছে নাভানা।
বাণিজ্যমেলার নাভানার প্যাভেলিয়নে প্রতিষ্ঠানটির ব্রান্ড প্রমোটার (বিপি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, মেলায় এই প্রথম মাহিন্দ্রা সেঞ্চুরো (centuro) মোটরসাইকেল প্রদর্শন করা হচ্ছে। চোরের হাত থেকে এটি নিরাপদ। এতে রয়েছে এন্ট্রি থিফ লক সিস্টেম। যার মাধ্যমে বিশেষ ধরনের ডিভাইস দিয়ে ইঞ্জিনের সঙ্গে চাবির পাস ওয়ার্ড ম্যাচ করা হয়েছে। এর ফলে অন্য কোনো উপায়ে মোটরসাইকেলটি স্টার্ট করা অসম্ভব।
মোটরসাইকেলের মালিককে দুটি চাবি দেওয়া হবে। তবে চাবি হারিয়ে গেলে চাবির নাম্বার ও মোটরসাইকেলের বডি নাম্বার দিলে, মাহিন্দ্রা কোম্পানি থেকে আবার চাবি সরবরাহ করা হবে বলে জানান তিনি।
সিলভার কালারের এই মোটরসাইকেলে রয়েছে বিশেষ ধরনের হাইড্রোলিক ব্রেক। এক লিটার অকটেন ও পেট্রোলে ৬০ কিলোমিটারের পথ পাড়ি দেওয়া যাবে। ২০০ গজ দূর থেকে চালক গাড়িটিকে সনাক্ত করতে পারবেন।
আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে মোটর সাইকেলটিতে। যেমন, এতে রয়েছে টিউবলেস টায়ার ও পিছনে এলইডি লাইট। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১২ দশমিক ৭ লিটার। স্টার্টিং সিস্টেম কিক ও ইলেকট্রিক। মোটর সাইকেলটির ফ্রেম ডাবল কার্ডিল স্টিলে তৈরি।
মোটরসাইকেলের রেগুলার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। তবে বাণিজ্যমেলা উপলক্ষ্যে ৫ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে বলে আতিকুর রহমান জানান।
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/360802.html#sthash.AHfvirly.dpuf
Karim Sarker(Sohel):
ছবিতে দেখুন......।
Navigation
[0] Message Index
Go to full version