Science & Information Technology > Internet Technology

বিল গেটসের আফসোস!

(1/1)

Karim Sarker(Sohel):
প্রচুর অর্থকড়ি থাকলেই যে সবকিছু করা যায়, তা ঠিক নয়। অঢেল অর্থ সম্পদের মালিক হতে পারেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী বিল গেটস, এর পরও একটি বিষয়ে তাঁর আফসোস থেকেই গেছে। কী আফসোস? একাধিক ভাষা না শেখা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোনো বিষয়ে আমার আক্ষেপ বা দুঃখবোধ আছে কি না বা আমি করতে পারিনি এমন কোনো বিষয় আমাকে কষ্ট দেয় কি না, তবে আমি বলব যে আরও বেশি বিদেশি ভাষা শিখতে না পারার আক্ষেপ আমাকে বেশি পোড়ায়।’ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা গেটস নিজের আফসোস নিয়ে বলেন, ‘যখন মনে হয় আমি ইংরেজি ছাড়া অন্য কোনো বিদেশি ভাষা জানি না, নিজেকে খুব বোকা মনে হয়।’
নিজের অতীত স্মৃতি মনে করে গেটস বলেন, ‘যখন হাইস্কুলে পড়তাম, তখন লাতিন আর গ্রিক পড়েছিলাম এবং এতে এ গ্রেড পেয়েছিলাম। এতে শব্দভান্ডার হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু আমার ইচ্ছা ছিল ফ্রেঞ্চ, আরবি বা চাইনিজ ভাষা শেখার। সময় পেলে এ ভাষাগুলোর মধ্যে কোনো একটা শেখার চেষ্টা করব বলে ভেবেছিলাম। ফ্রেঞ্চ ভাষা যেহেতু সহজ, আমি সেটাই আগে শেখার চেষ্টা করেছিলাম। বেশ কিছুদিন দুটি ভাষার চর্চা চালিয়ে গিয়েছিলাম কিন্তু তা আর ধরে রাখতে পারিনি।’

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের একাধিক ভাষায় কথা বলার দক্ষতার প্রশংসাও করেন বিল গেটস। তিনি বলেন, ‘মার্ক জাকারবার্গকে দেখে দারুণ লাগে। কী চমৎকারভাবে মান্দারিন ভাষায় চীনের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালিয়ে গেল সে।’

Collected.......

Navigation

[0] Message Index

Go to full version