Science & Information Technology > Latest Technology

কোম্পানীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে কম খরচে বোরো ধান চাষে শূরু

(1/1)

Karim Sarker(Sohel):
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে কম খরচে বোরো ধান চাষের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী গ্রামে কৃষক মিজানুর রহমান ফারুকের জমিতে মাঠ দিবস অনুষ্ঠানে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে বোরো ধান চাষ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ওই এলাকায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়ের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শনীর মাঠ দিবসের সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী জেলার উপ-পরিচালক কৃষিবিদ প্রনব ভট্টাচার্য।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় কৃষকরা জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে কিভাবে বোরো আবাদ করা হয় তা প্রায় ৩শত কৃষক উপস্থিত থেকে অভিজ্ঞতা অর্জন করে। সে দৃশ্য দেখার জন্য গ্রামের ছেলে-বুড়ো সব বয়সী লোকজন জড়ো হয়। এ সময় মিজানুর রহমান ফারুকের ২০ শতাংশ জমিতে ১৫ মিনিটেরও কম সময়ে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দিয়ে ব্রি ধান-২৯ জাতের ধান লাগানোর দৃশ্য দেখে গ্রামের অন্য কৃষকরাও উৎসাহিত হয়েছে।

মাঠ দিবসে কৃষি কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে অত্যন্ত কম খরচে স্বল্প জনবলে ধান রোপন করা যায়। যেখানে এক বিঘা জমিতে ধান লাগাতে ৬ জন কৃষি শ্রমিক প্রয়োজন সেখানে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে মাত্র এক ঘন্টায় ১হেক্টর জমি রোপন করা যায়। এ সময় ওই যন্ত্রের জ্বালানী হিসাবে মাত্র এক থেকে দেড় লিটার অকটেন লাগে। এছাড়া ওই যন্ত্রের একজন চালক ও ধানের চারা সরবরাহকারী হিসাবে একজন সহকারীর প্রয়োজন হয়। একদিনে এ যন্ত্র দিয়ে অন্তত ৮-১০ বিঘা জমিতে ধানের চারা লাগানো সম্ভব। এ পদ্ধতিতে চাষাবাদ করলে ধানে গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা ছাড়াও আগাছা পরিষ্কারে নিড়ানী ব্যবহার সহজ হয়। এতে কম খরচে অধিক উৎপাদন সম্ভব।

রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধান রোপনের জন্য ধানের চারা লাগানোর পদ্ধতিও ভিন্ন ধরনের। সাধারণ পদ্ধতির লাগানো চারা দিয়ে এ যন্ত্রে ধান রোপন সম্ভব নয়। এক ইঞ্চি উচু করে মাটি ধারন করার মত এক ফুট প্রস্থ ও দুই ফুট লম্বা বিশেষ এক ধরনের ‘ট্রে’ তে ধানের বীজ বপন করা হয়। ২৫-৩৫ দিন বয়সে চারা জমিতে রোপন করা হয়। এ সময়ের মধ্যে চারাগুলি প্রায় চার ইঞ্চি লম্বা হয়। কৃষি কর্মকর্তারা জানায়, এ রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মূল্য মাত্র দুই লাখ ২৫ হাজার টাকা।

Collected.....

Karim Sarker(Sohel):
ছবিতে দেখুন ......।

Navigation

[0] Message Index

Go to full version