Entrepreneurship > Successful Entrepreneur
সাকসেসফুল মানুষ যে কথাগুলো বলে না
(1/1)
Karim Sarker(Sohel):
প্রকৃতপক্ষে সফলতার সাথে ব্যর্থতার পার্থক্য খুব সামান্য, বলতে গেলে ভগ্নাংশের। যে ভগ্নাংশের জন্য এই বিশ্বজয়, তার জন্য দরকার প্রাণান্ত প্রচেষ্টার অভ্যাস।
এ অভ্যাস রপ্ত করতে তারা কিছু বাক্য কখনও মুখে উচ্চারণ করেন না।
এ বাক্যগুলো হল-
# আমাদের দ্বারা কাজটি হবে না
# আমি জানি না কিভাবে করব
# আমি জানি না এটা কি
# আমি নিজেই সব করেছি
# এটা খুব তাড়াতাড়ি হচ্ছে
# খুব দেরি হয়ে যাচ্ছে
# আমাদের একসাথে কাজ করা সম্ভব নয়
# অন্যসময় করব
# আমি দুঃখিত, আমি খুব ব্যস্ত
# সবটাই আমার অবদান
# আমি কখনো বই পড়িনি
# আমি যথার্থ নই
# ঠিক আছে (বার বার)
# আমার অবসরের দরকার নেই
তবে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল- নিজেকে উপলব্ধি করা। সফলরা হয়তো অণুপ্রেরণা যোগাতে পারবেন, কিন্তু প্রকৃত সফলতা মানুষের নিজের মধ্য থেকেই আসে।
Navigation
[0] Message Index
Go to full version