Entertainment & Discussions > Fashion

২ মিনিটে তৈরি করুন ফেলনা টী ব্যাগ দিয়ে অসাধারণ ফেসিয়াল স্ক্রাব

(1/1)

shirin.ns:
দাগহীন ঝলমলে ত্বকের জন্য স্ক্রাবের প্রয়োজনীয়তা অনেক বেশি। স্ক্রাব ত্বকের উপরের মরা চামড়া তুলে ফেলতে সাহায্য করে। এতে করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বিশেষ করে গ্রিন টীর ফেসিয়াল স্ক্রাবের মাধ্যমে উজ্জ্বল ত্বকের পাশাপাশি পেতে পারেন দাগহীন কোমল ত্বক। মাত্র ৫ মিনিটে তৈরি করে ফেলতে পারেন এই ফেসিয়াল স্ক্রাব ফেলনা টী ব্যাগ দিয়েই। জানতে চান কীভাবে? চলুন জেনে নেয়া যাক।

এই স্ক্রাবের উপকারিতাঃ

১) ব্রণের সমস্যা দূর করে
২) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
৩) ত্বক করে দাগহীন

যা যা লাগবেঃ

– ব্যবহৃত গ্রিন টী ব্যাগ
– ১ চা চামচ মধু
– সামান্য চালের গুঁড়ো

পদ্ধতি ও ব্যবহারঃ

– টী ব্যাগ দিয়ে গ্রিন টী বানিয়ে নিন। গ্রিন টী পানের পাশাপাশি এই ফেলনা টী ব্যাগ রেখে দিন। এই টী ব্যাগ থেকে বের করে নিন ব্যবহৃত চা পাতা।
– এরপর এই পাতায় মেশান মধু ও চালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে মিশ্রন তৈরি করে নিন।
– এবার এই মিশ্রন সাধারণ স্ক্রাবের মতো ব্যবহার করে নিন।


Mosammat Arifa Akter:
Thanks for sharing..

Navigation

[0] Message Index

Go to full version