অনলাইন ডেস্ক: আগুন নেভাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকলে অগ্নিনির্বাপক দলকে অনেক সময় কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়। কখনো উচ্চতার জন্যও আগুন নেভানো কষ্টকর হয়ে পড়ে।তাই এসব ক্ষেত্রে আগুন নেভানোর কাজে সাহায্য করতে পারবে এমন একটি উড়ন্ত যন্ত্র তৈরির কাজে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।
নাসার গবেষকেরা ড্রোন বা চালকবিহীন ছোট বিমানসদৃশ যন্ত্র তৈরি করছেন, যা কোথাও আগুন লেগেছে কি না তা যেমন শনাক্ত করতে পারবে, তেমনি সেই আগুনের শিখা নিভিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতেও সাহায্য করবে।
এই অগ্নিনির্বাপ ড্রোনের নকশা করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে নাসার ল্যাংলি গবেষণা কেন্দ্রের গবেষকেরা।
নাসার অ্যারোস্পেস প্রকৌশলী মাইক লোগান জানিয়েছেন, এই অগ্নিনির্বাপক যন্ত্রে যে ক্যামেরা রয়েছে তার সাহায্যে আগুনের উৎপত্তিস্থল শনাক্ত করা যাবে।
ইতিমধ্যে ভার্জিনিয়ার পানগোতে মিলিটারি এভিয়েশন মিউজিয়ামে চালকবিহীন এই উড়ুক্কু যন্ত্রটির পরীক্ষাও চালানো হয়েছে।
ড্রোনটি ৪০ থেকে ৫০ মাইল বেগে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত উড়তে পারে।