সন্তানহীন পুরুষের হৃদরোগে মৃত্যুঝুঁকি বেশি

Author Topic: সন্তানহীন পুরুষের হৃদরোগে মৃত্যুঝুঁকি বেশি  (Read 672 times)

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
সন্তান আছে এ রকম পুরুষের চেয়ে সন্তানহীন পুরুষের হৃদরোগে মৃত্যুঝুঁকি বেশি। দশকব্যাপী পরিচালিত এক গবেষণা ফলাফলে এই তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের একদল গবেষক এক দশক ধরে ১ লাখ ৩৫ হাজার পুরুষের ওপর গবেষণাটি পরিচালনা করেন। গবেষণাটির ফলাফল সোমবার হিউম্যান রিপ্রোডাক্শন নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণার এ ফলাফল স্বাস্থ্যের সামগ্রিক অবস্থার সাথে সন্তান জন্মদানে পুরুষের অক্ষমতার সম্পর্ক নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

তবে গবেষণায় সন্তানহীনতার সাথে পুরুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্পর্ক আছে বলে বলা হয় নি। সন্তান উৎপাদনে অক্ষমতা ভবিষ্যৎ হৃদরোগের বার্তা বহন করে বলে গবেষণা ফলাফলে বলা হয়।

এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. মাইকেল আইজেনবার্গ বলেন, "পুরুষের উৎপাদন অক্ষমতা তার পরবর্তী জীবনের স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়ার একটি সুযোগ তৈরি করে দেয়, এরকম অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে।"

১৯৯৬ সাল থেকে শুরু হওয়া এ গবেষণার জন্য আইজেনবার্গ ও তার সহকর্মীরা পঞ্চাশোর্ধ্ব ১ লাখ ৩৫ হাজার বিবাহিত পুরুষের ওপর গবেষণা করেন। এদের মধ্যে ৯২ শতাংশের কমপক্ষে একটি সন্তান ছিলো।

১০ বছরে এ দলের প্রায় ১০ শতাংশ পুরুষ মৃত্যুবরণ করে। গবেষকরা এদের সবার স্বাস্থ্যগত বিষয়ের তথ্য সংগ্রহ করেছিলেন। এদের প্রতি পাঁচজনের একজন হৃদরোগে মৃত্যুবরণ করে।

যখন এদের পিতৃত্বের বিষয়ে খোঁজ নেওয়া হয়, গবেষকরা দেখতে পান যারা নিঃসন্তান তাদের হৃদরোগে মৃত্যুর হার ১৭ শতাংশ বেশি।
Sahadat