IT Help Desk > Use of PC

খুদে কম্পিউটার

(1/1)

Sahadat:
বহনযোগ্য নতুন একটি খুদে ডেস্কটপ কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। মাত্র চার বর্গ ইঞ্চি আকারের এই ‘মিনি ডেস্কটপ কম্পিউটার’ মনিটর ছাড়াও টিভির সঙ্গে যুক্ত করা যায়। অফিস ও ঘরোয়া কাজের বাইরে ডিজিটাল সাইনেজ দেখাতেও এটি ব্যবহৃত হয়। এই ‘ইন্টেল নাক পিসি’-তে আছে কোরআই থ্রি ১.৭ গিগাহার্টজ গতির প্রসেসর। এতে ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং ৪ টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক ব্যবহার করা যায়। এতে রয়েছে ওয়াই-ফাই সুবিধা। কম্পিউটার সোর্সের আনা এ কম্পিউটারের দাম ২৬ হাজার টাকা। —বিজ্ঞপ্তি

Navigation

[0] Message Index

Go to full version