Health Tips > Health Tips

২০৩৫ সালে বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা হবে ৬০ কোটি

(1/1)

Sahadat:
২০৩৫ সালের মধ্যে বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা দাঁড়াবে ৬০ কোটিতে। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, তা জন্ম দিচ্ছে শঙ্কার। বিশ্বজুড়ে টাইপ-২ ডায়াবেটিসে বর্তমানে ৩৫ কোটি মানুষ আক্রান্ত।

ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর হেলথ (ডব্লিউআইএসএইচ)-এ প্রকাশিত ‘রাইজিং টু দ্য চ্যালেঞ্জ’ শিরোনামে একটি প্রতিবেদন এ উদ্বেগ প্রকাশ করা হয়। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতাদের এ ব্যাপারে আশু পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে ওই প্রতিবেদনে। ২০১৪ সালে সার্বিক বৈশ্বিক স্বাস্থ্যখাতে যে ব্যয় হয়েছে, তার ১১ শতাংশ অর্থাৎ, ৬১ কোটি ২০ লাখ ডলার ব্যয় হয়েছে ডায়াবেটিসের চিকিৎসায়। নাইজেরিয়া বা সুইডেনের মোট বার্ষিক প্রবৃদ্ধির চেয়েও  যা অনেক বেশি। আরও উদ্বেগজনক তথ্য হচ্ছে, ৮০ শতাংশ ডায়াবেটিক রোগী যে দেশগুলোতে বাস করেন, সেখানে স্বাস্থ্যখাতে বৈশ্বিক বাজেটের মাত্র ২০ শতাংশ ব্যয় হয়।

Navigation

[0] Message Index

Go to full version