দইতেও বাড়তে পারে ওজন

Author Topic: দইতেও বাড়তে পারে ওজন  (Read 983 times)

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
দইতেও বাড়তে পারে ওজন
« on: February 19, 2015, 09:54:55 PM »
ডায়েটিং করে ফিগার মেন্টেন করার ইচ্ছেটা কমবেশি সবারই রয়েছে৷ আর এ কাজে ডায়েটিংপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় দই৷ খেলে ওজনও ঠিক থাকে, আবার ত্বকের জেল্লাও বাড়ে৷ কিন্তু অনেকেই হয়তো জানেন না যে মাত্রাতিরিক্ত দই খেলে ওজন তো কমবেই না উল্টে কিছুদিন পর আপনার মেদভর্তি শরীরকে আপনি নিজেই চিনতে পারবেন না৷

নজর দিন ক্যালোরিতে-ওজন নিয়ন্ত্রণে সকলের প্রথম পছন্দ লো-ফ্যাট দই৷ আর এতে প্রোটিনের মাত্রা খুব কম থাকে৷ কিন্তু আমাদের শরীরে প্রোটিনের প্রয়োজনীয়তাও অস্বীকার করা যায় না৷ যদি এক প্যাকেট লো-ফ্যাট দইতে ১০০ ক্যালোরির সঙ্গে মাত্র ৬ গ্রাম প্রোটিন থাকে, তাহলে আখেড়ে শরীরের কোনও লাভই হয় না৷ আসলে ওজন কমাতে গেলে ক্যালোরির সঙ্গে সঙ্গে অন্য বিষয়েও খেয়াল রাখতে হয়৷

বেশি দই খাওয়া- দই খেলে ওজন কমার সম্ভাবনা থাকে ঠিকই, কিন্তু বেশি খেলেই হিতে বিপরীত৷ ওজন ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকবে৷ সুতরাং প্রতিদিন শরীরের প্রয়োজন অনুযায়ী পরিমিত মাত্রায় দই খান৷

দইয়ের সঙ্গে অন্য কিছু মেশানো- অনেকেই দইয়ের সঙ্গে কিছু না কিছু মিশিয়ে খেতে পছন্দ করেন৷ যে যতই ডায়েটিং করুক দই-চাট, মিষ্টি দই বা দইয়ের মধ্যে একগুচ্ছ মিষ্টি ফল বা ড্রাই ফ্রুটস মিশিয়ে খাবার মজাটাই আলাদা৷ আর এতেই শুরু হয় যাবতীয় গোলমাল৷ দইয়ের সঙ্গে ফল মিশিয়ে খেলে সম্ভাবনা থাকে অ্যাসিডিটির৷ আর বলা বাহুল্য এতে ওজন বাড়ার সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ৷

ফ্যাট ফ্রি দই খাওয়া- ডেয়ারি প্রোডাক্ট হওয়ার দরুণ দইতে অল্প পরিমাণে হলেও শর্করার উপস্থিতি মজুত থাকে৷ আর প্যাকেটের দইতে মিষ্টত্ব বাড়ানোর জন্য অতিরিক্ত মাত্রায় মিষ্টি মেশানো হয়৷ তাই প্যাকেটের দই কেনার সময় দেখে নিন তাতে চিনির মাত্রা ১৮ গ্রামের কম আছে কি না অথবা উপকরণে সবচেয়ে প্রথম নামটা চিনির নেই তো! তাহলে ভুলেও তা কিনবেন না৷ এক্ষেত্রে প্রোটিনের মাত্রাটাও দেখে নেওয়া জরুরি৷

জেজার্টে দই- ইয়োগার্ট পার্লারে দইকে সুস্বাদু আর আকর্ষণীয় করে তুলতে এর উপর সাজানোর জন্য অনেক সময় চকোলেট সস, চকোচিপস, মিষ্টি ফল, মধু, আইসক্রিম বা ক্রিম দেওয়া হয়৷ যা দেখতে বা খেতে ভালো লাগলেও শরীরের পক্ষে একেবারেই ঠিক নয়৷ আর দই খাওয়ার আনন্দে এই ইয়োগার্ট বেশি খেলে আপনার ৩৪-২৬-৩৪-এর স্বপ্ন এক্কেবারে মাঠে মারা যাবে৷ এর থেকে ভালো ঘরে পাতা দই খাওয়া৷
Sahadat