IT Help Desk > Internet
সাইবার অপরাধীদের পকেটে ১০০ কোটি ডলার
(1/1)
Sahadat:
বিশ্বের ৩০টি দেশের প্রায় ১০০টির বেশি ব্যাংকে সাইবার হামলার মাধ্যমে সাইবার অপরাধীরা হাতিয়ে নিয়েছে প্রায় ১০০ কোটি ডলার। অনলাইন সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কি এই তথ্য জানিয়েছে।
ক্যাসপারস্কির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে শুরু করা এই হামলায় ২০১৪ সাল পর্যন্ত চুরি করা অর্থের পরিমাণ এটি। আর এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় ক্যাসপারস্কি দায়ি করছে ইউক্রেন, রাশিয়া এবং চীনের হ্যাকারদের।
অন্যদিকে অর্থ চুরির শিকার হয়েছে, এমন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলত রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ইউক্রেন, সুইজারল্যান্ড এবং জার্মানিতে হলেও আক্রমনের শিকার হওয়া ব্যাংকের একটি বড় অংশ রাশিয়াতে অবস্থিত। আর বিপুল পরিমাণ অর্থ চুরির বিষয়টি নিয়ে বর্তমানে ইন্টারপোল এবং ইউরোপোল একজোট হয়ে কাজ করছে বলে জানিয়েছে ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুলিশের এই দুই সংস্থাকে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় তথ্য।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন ব্যাংকে আক্রমণের ক্ষেত্রে শক্তিশালী কিছু ম্যালওয়্যার ব্যবহার করেছে হ্যাকাররা। ম্যালওয়্যারটি ‘কার্বানাক’ নামে পরিচিত বলে জানিয়েছে ক্যাসপারস্কি।
Navigation
[0] Message Index
Go to full version