Fair and Events > Fair and Events

বইমেলায় তথ্যপ্রযুক্তি বিষয়ক বই

(1/1)

Karim Sarker(Sohel):
সৃজনশীল বইয়ের পাশাপাশি এবারের বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি বিষয়ক বই। বুকবিডির রচনা ও সম্পাদনায় স্টল নং ২২৭, ২২৮ ও ২২৯ এ পাওয়া যাচ্ছে  ইকর্মাস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, অ্যাডভান্সড মাইক্রোসফ্ট এক্সেল ২০১৩, মাইক্রোসফ্ট এক্সেস ২০১৩ বইগুলো।

ইকর্মাস বইটি মূলত বর্তমানে ইন্টারনেটভিত্তিক ব্যবসা বাণিজ্য এবং উদ্যক্তা হতে সহায়তা করবে। এছাড়াও ইকর্মাস ওয়েবসাইট তৈরি করার জন্য অত্যন্ত সহায়ক। এটি বিভিন্ন বিশ্বদ্যালয়ের সিলেবাস এর উপযোগী করে লেখা হয়েছে।

অ্যাডভান্সড মাইক্রোসফ্ট এক্সেল বইটিতে বেসিক থেকে প্রফেশনাল বিষয় সমূহ সহজভাবে উপস্থাপন করা হয়েছে। বইটিতে রয়েছে ওয়ার্কশীট ডিজাইন র্ফমুলা এবং ফাংশন তৈরি, ডেটাবেজ ম্যানেজমেন্ট। এছাড়াও ১০টি বাস্তবধর্মী এক্সেল প্রজেক্ট দেখানো হয়েছে। বইগুলোর ফ্রি অংশ ডাউনলোড করতে পারেন www.bookbd.info থেকে।

Navigation

[0] Message Index

Go to full version