IT Help Desk > Internet

ইউটিউব ফর কিডস চালু করলো গুগল

(1/1)

Sahadat:
ক্যালিফোর্নিয়া, ২৪ ফেব্রুয়ারী- অপেক্ষার পালা শেষ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শিশুদের জন্য ইউটিউবের বিশেষ অ্যাপ ইউটিউব ফর কিডস। আজ গুগল ব্লগে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

মূল ইউটিউব থেকে সম্পূর্ণ পৃথকভাবে কাজ করবে এই অ্যাপ। শিশুদের জন্য উপযোগী বিভিন্ন কনটেন্ট পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপে চারটি ক্যাটাগরিতে পাওয়া যাবে বিভিন্ন কনটেন্ট। এর মধ্যে আছে শো, মিউজিক, লার্নিং এবং এক্সপ্লোর।

এই অ্যাপে আছে ভয়েস সার্চ ফিচার যা শিশুদের বিভিন্ন কনটেন্ট খোঁজার ব্যাপারটিকে আরও সহজ করে তুলবে। শিশুদের জন্য উপযোগী নয়, এমন কোন কীওয়ার্ড লিখে এই অ্যাপে সার্চ দেওয়া যাবে না।

Navigation

[0] Message Index

Go to full version