Health Tips > Beauty Tips

তিনটি অলংকারই পুরুষদের জন্যে মানানসই

(1/1)

Sahadat:
অলংকার নারীর শোভা হলেও এর ব্যবহারে পুরুষরাও পিছিয়ে নেই। আধুনিক পুরুষরা বহু অংলকার ব্যবহার করলেও আস্কমেন ডট কম এর মতে, পুরুষদের ক্ষেত্রে সাধারণ এবং বাহুল্যবর্জিত গয়নাই সবচেয়ে মানানসই।

এক্সপার্টদের মতে, পুরুষরা তিনটি বাড়তি সজ্জায় সজ্জিত হতে পারেন। একটি হাতঘড়ি, এক জোড়া রুচিশীল কাফলিং এবং বিবাহিত হলে একটি ওয়েডিং ব্যান্ড।
তবে পুরুষদের অলংকার যোগানের ক্ষেত্রে কিছু বিষয় জড়িত। যেমন- আপনি তারকা বা খেলোয়াড় বা বড় ব্যবসায়ী না হলে অতিরিক্ত দামি অলংকার কিনতে পারছেন না। তা ছাড়া এসব মানুষের ঝলঝলে চলাফেরার সঙ্গে অলংকার সজ্জা মানিয়ে যায়।

আবার বিষয়টি এমন নয় যে, ওই তিনটি সজ্জা কম হয়ে যায় এবং যত বেশি ব্যবহার করবেন তত বেশি ভালো লাগবে। বরং ওই তিনটি অলংকারের বিশাল সম্ভার থেকে আপনি মনের মতো করে খুঁজে নিতে পারবেন। হাতঘড়ি বা কাফলিং এর নানা মান ও ডিজাইন রয়েছে কয়েক লক্ষ।
পুরুষদের ফ্যাশন বিষয়ক এক্সপার্ট ব্যারোন কোয়াড্রো বলেন, পুরুষদের গয়না পরাতে লজ্জার কিছু নেই। তবে এর ধরণ ও ডিজাইন নির্ভর করে পুরুষের ব্যক্তিগত রুচির ওপর।

অনেক পুরুষ আছেন যারা প্রচুর গয়না পড়েন এবং তাদের মানিয়েও যায়। এর কারণ তাদের ব্যক্তিত্ব এবং চলাফেরার সঙ্গে তা নান্দনিক হয়ে ওঠে।
যদি এমন মনে হয় যে, আপনার কাছে এসব খুব ভালো লাগে, মানিয়ে গেছে এবং একটু পাগলাটে হতে চান, তাহলে মানা নেই। তবে স্থান ও পরিবেশ ভেদে ড্রেসকোডের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।

সূত্র : বিজনেস ইনসাইডার

Navigation

[0] Message Index

Go to full version