IT Help Desk > Open Source Forum

mozilla এর গতি কয়েক গুন বাড়িয়ে নিন!! NEW!

(1/1)

a.k.azad_cse:
আমরা যারা নেটে কাজ করি তারা প্রায় সবাই মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। কারন এর স্পীড খুব বেশি। যাই হোক এত স্পীডও যাদের হয় না  (আমার মত) তাদের বলছি এখন মজিলা হবে আরও গতি সম্পন্ন যদি নিচের টিপস গুলি পালন করেন।
প্রথমে মজিলা ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন : about:config তারপর এন্টার দিন ।



একটি সতর্ক বার্তা আসবে । I`l be careful, I promise ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসলে সেখানে নিচের লাইনগুলো বের করুন।
network.http.pipelining network
http.proxy.pipelining network
http.pipelining.maxrequests
তারপর নিচের চিত্র অনুযায়ী সেট করুন ।



Set “network.http.pipelining” to “true”

Set “network.http.proxy.pipelining” to “true”

Set “network.http.pipelining.maxrequests” তে 30 বা 8
এসব set করতে ঐ গুলার উপর ডাবল ক্লিক করুন।
এখন আবার এ লিখাটি বের করুন
network.dns.disableIPv6
এবার এটি true করে দিন।
তারপর উইন্ডো এর যে কোন জায়গায় মাউস এর রাইট ক্লিক করে New-> Integer সিলেক্ট করে nglayout.initialpaint.delay নাম দিয়ে ভ্যালু 0 দিন।

একইভাবে New > Boolean সিলেক্ট করে content.notify.ontimer নাম দিন । এবং True সিলেক্ট করুন।

আবার New > Boolean সিলেক্ট করে content.interrupt.parsing নাম দিন । এবং True সিলেক্ট করে কাজ শেষ করুন ।

New > Integer খালি বক্সে content.notify.interval টাইপ করে OK করুন । অতপর 750000 সেট করে OK করে বেরিয়ে আসুন ।

আবার, New > Integer খালি বক্সে content.max.tokenizing টাইপ করে OK করুন । অতপর 2250000 সেট করে OK করে বেরিয়ে আসুন ।

New > Integer খালি বক্সে content.notify.backoffcount টাইপ করে OK করুন । অতপর 5 সেট করে OK করে বেরিয়ে আসুন ।

আবার,New > Integer খালি বক্সে content.switch.threshold টাইপ করে OK করুন । অতপর 750000 সেট করে OK করে দিন।

ব্যস কাজ শেষ। এখন মজিলা restart দিন আর মজা দেখুন !!!!!

Mostakima Yesmin:
Thanks Mr. Azad for your tips. I will try to do it. Besides sometimes we face many problems. These type of tips help us to solve our problems.

shaikat:
Let me try it...

nasir760:
wow!!!!!!! its a great news for me. thank you very much.

Navigation

[0] Message Index

Go to full version