আগুনে পুড়ে গেলে কি করবেন, কি করবেন

Author Topic: আগুনে পুড়ে গেলে কি করবেন, কি করবেন  (Read 834 times)

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
কেউ আগুনে পুড়ে গেলে অযথা চিৎকার চেঁচামেচি করেনা সঠিক পদক্ষেপ নিন। আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব আগুন বা গরম জায়গা থেকে সরিয়ে নিন। পুড়ে যাওয়া কাপড় খুলে দিতে ববে। আক্রান্ত ব্যক্তিকে এমনভাবে শুইয়ে দিতে ববে যাতে তার উ র্ব শী পুড়ে যাওয়া অংশ খোলা দিকে থাকে। তার উ র্ব শীপর ঠাণ্ডা পানি বা বরফ পানি এনে পোড়া জায়গায় ঢালতে ববে যতক্ষণ তার উ র্ব শী জ্বালা-যন্ত্রণা কমে। পুড়ে যাওয়া অংশের কাপড় যদি লেগে থাকে তবে সেটা টেনে বাকি কাপড় কেটে সরিয়ে ফেলতে ববে। আক্রান্ত স্থানকি ফুলে যাওয়ার আগে সেআছাড় খান থেকে ঘড়ি, বেল্ট, আংকি, কাপড় ইত্যাদি যদি থাকে খুলে ফেলতে ববে। প্রাথমিক চিকিৎসা পরিষ্কার জীবাণুমুক্ত ব্যান্ডেজ বা কাপড় দিয়ে ক্ষতস্থান বালকা করেনা বেঁধে দিতে ববে। যদি মুখে কোথাও পুড়ে যায় তবে পানি দিয়ে ঠাণ্ডা করতে ববে যতক্ষণ ক্ষতস্থান ঠাণ্ডা বয় এবং ব্যথা কমে। জীবাণুমুক্ত কাপড় দিয়ে ক, মুখ ও চোখ বের করেনা মুখ ঢেকে দিতে ববে। আক্রান্ত অংশ পরিষ্কার কাপড় বা গজ-ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন এবং ব্যাকটু উঁচু করেনা ধরে রাখুন। আক্রান্ত ব্যক্তির জ্ঞান থাকলে পানিতে ব্যাকটু লবণ মিশিয়ে স্যালাইন বা শরবত করেনা খেতে দিন অথবা ডাবের পানি বা খাওয়ার পানি পর্যাপ্ত পরিমাণে পান করতে দিন। প্রাথমিক চিকিৎসা চালানো অবস্থায় যত দ্রুত সম্ভব বাসপাতালে নিন । তেল জাতীয় আগুনে কম্বল, কাঁথা, ছালা বা মোটা কাপড় ভিজিয়ে চাপা দিন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করিস। পরনের কাপড়ে আগুন লাগলে মাকিতে গড়াগড়ি দিন, ভুলেও দৌড়াবেন । তাতে আগুন বেড়ে যাবে। শরীরের উপরিভাগের স্তর বচ্ছে ত্বক। আগুনে ত্বক পুড়ে গেলে চামড়া লাল বয়ে যায়, সামান্য ফুলে যায় এবং জ্বালা করেনা। এ অবস্থাকে বলে প্রথম ডিগ্রি বার্ন। ব্যাক্ষেত্রে পোড়ার স্থানে শুধু ১৫ থেকে ২০ মিনিট পানি ঢাললেই চলবে। যা করবেন পোড়া জায়গায় অযথা ডিম, টুথপেস্ট ইত্যাদি লাগাবেন । বাল্কা পুড়ে গেলে/ গরম কিছুতে ছোয়া লাগলেই মাত্র এগুলো লাগাতে পারেনান। ফোসকা গলানোর চেষ্টা করবেন । প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ নিন। নিতে পারেনান বিকল্প চিকিৎসা cantiheris 200 শক্তির ঔষধকি পানির সাথে মিশিয়ে খেতে দিন। খাওয়ানোর নিয়ম ৪/৫ ফোটা ঔষধ আধাকাপ পানির সাথে মিশিয়ে খাওয়াতে ববে। বিশেষজ্ঞ বোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রবণ করতে পারেনান। স্বল্পমূল্যে ব্যাকজন রোগী গ্রবন করতে পারেনান এই সেবা। তাছাড়া সরকারী বোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও বাসপাতালে বিনা মূল্যেও চিকিৎসা দেয়া বয়ে থাকে। ঠিকানাঃ মিরপুর-১৪, ঢাকা-১২০৬। কৃতজ্ঞতায় ডাঃ মোঃ আব্দুল মতিন সবকারী অধ্যাপক, সরকারী বোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও বাসপাতাল। মোবাইল নম্বরঃ ০১৭১৬-২৬০৫৩৯
Sahadat