আউটসোর্সিংয়ের নামে প্রতারণা - ৫০ টি সাইট চিহ্নিত করলো বিসিএস :
ঘরে বসেই বিভিন্ন অনলাইন মাধ্যমে টাকা ও ডলার উপার্জনের প্রতারণাপূর্ণ আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন দেশের লাখ লাখ যুবক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অলিগলি গড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানেও পৌঁছে গেছে এসব প্রতারকের কালো থাবা। অল্প সময়ে কম বিনিয়োগ ও শ্রমের বিনিময়ে ঘরে বসে মোটা টাকার মালিক হওয়ার লোভে দেশের উল্লেখযোগ্যসংখ্যক বেকার যুবক পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন অর্থ ও মেধা নিয়ে।
তবে তাদের শর্টকাটে বড়লোক বনে যাওয়ার অঙ্কুরিত স্বপ্ন আর পল্লবিত হতে পারেনি। লাখ লাখ বেকার যুবকের কোটি কোটি টাকা নিয়ে প্রতারকরা এরই মধ্যে সটকে পড়েছে। এখন হা-হুতাশ করেও কোনো সমাধান মিলছে না প্রতারিতদের ভাগ্যে।
এরই মধ্যে অনেক প্রতারক তাদের বাড়িঘর ফেলে গ্রাহকদের মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মগোপন করেছেন। এসব অনলাইন প্রতারণার বিষয়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক আগে অবহিত করার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। ফলে নিঃস্ব হয়েছে দেশের হাজারো যুবক-যুবতী। বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করতে কোনো অর্থ বিনিয়োগ করার প্রয়োজন নেই। শ্রম ও মেধাই এক্ষেত্রে সম্বল। তবে অনলাইনে আয়ের নামে যারা প্রতারণা করছে তারা সদস্য ফরম পূরণ থেকে শুরু করে সদস্য সংগ্রহে কমিশন পর্যন্ত চালু করেছে, যা কোনোভাবেই আউটসোর্সিংয়ের সংজ্ঞায় পড়ে না। এসব প্রতারণার বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কয়েক মাস আগেই অবহিত করা হয়েছিল বলে দাবি করেন কম্পিউটার সমিতির নেতারা।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সরবরাহ করা তথ্য থেকে দেখা যায়, দেশে আউটসোর্সিং ও অনলাইন আয়ের নামে প্রতারণা করছে ৫২টি প্রতিষ্ঠান। এগুলোর ওয়েব অ্যাড্রেস হলো:
Dolancer.com, Bdfreelancing.com, skylancers.com, skywalker.com, lancetech.com, adssourcing.com, newsheraton.com, visionaddworld.com, makegem.com, googleaddclick.com, newsherasion.com, diggnity.com, quickearns.com, workfordollar.com, adverview.com, airypal.com, clocksnetwork.com, midds.org, adslink-bd.com, eyelancer.com, alertpayclick.com, microbiz.com, adzzon.com, uniquelancer.com, ptcbank.net, bestelance.com, freedesklancer.com, intadfoendation.com, paradiseusainc.com, earningsip.com, skywalkerltd.com, uniqsot.com, microclicker.com, onlineaddclick.com, onlinenet2work.com, esource.com.bd, bdsclickcenter.com, scamadviser.com, eclixsense.com, foxclicks.com, allictsolution.com, world4earn.com, dreamkite.com, megatypers.com, minutelancer.com, 3gclick.com, affaritrack.com, clixworld.com, microlancer.com, orkit-net.com, freelancerit.net
বিসিএসের মতে, দেশের আইটিতে দক্ষ আউটসোর্সিংয়ে কাজ করতে আগ্রহীদের জন্য -
oDesk.com, Freelancer.com, vWorker.com, Elance.com, GetACoder.com, ScriptLance.com, ThemeForest.net, GraphicRiver.net, ActiveDen.com
সাইটগুলো হলো সঠিক ঠিকানা। তারা এসব ঠিকানায় না গিয়ে কিছু ভুয়া ও প্রতারকের মাধ্যমে শ্রম এবং অর্থ দিয়ে নিঃস্ব হয়েছেন।
কম্পিউটার বিশেষজ্ঞ মোস্তফা জব্বার জানান, এসব সাইটে যে যতটুকু কাজ জানেন তার জন্য সে পরিমাণ কাজেরই ব্যবস্থা আছে। যে লোকটি ভালো বাংলা টাইপ করতে পারেন তার জন্য বাংলা টাইপের কাজ আছে। যিনি গ্রাফিক্স ভালো পারেন, তার জন্য গ্রাফিক্সের কাজ আছে। সাইটে গিয়ে বিড করে কাজ নিতে হবে। এখানে কাজ করার জন্য কোনো টাকা-পয়সা দিতে হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে কাজ করার পর কোম্পানিগুলো সার্ভিস চার্জ কেটে রাখে। তাও খুব সামান্য পরিমাণ।
সৌজন্যেঃ জয়দেব দাশ, সমকাল