Smart TV can be a recorder also

Author Topic: Smart TV can be a recorder also  (Read 733 times)

Offline fernaz

  • Full Member
  • ***
  • Posts: 185
  • Test
    • View Profile
Smart TV can be a recorder also
« on: March 08, 2015, 06:13:08 PM »
বর্তমান সময়ের স্মার্টটিভিতে ইন্টারনেট সংযোগে সব কাজ করা যায়। আর এবার এতে স্যামসাং এমন এক ফিচার যুক্ত করলো যেখানে আশেপাশের কথোপকথন রেকর্ড হয়ে থাকবে। স্যামসাং স্মার্ট টেলিভিশনের নতুন প্রাইভেসি পলিসি অনুযায়ী, ব্যবহারকারীদের যাবতীয় মন্তব্য এবং অভিযোগ শুনবে নির্মাতা প্রতিষ্ঠান। ইন্টারনেট ব্যবহারকারীদের ক্রমাগত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

একটি ভয়েস ট্রান্সমিট সফটওয়্যারের মাধ্যমে টেলিভিশন থেকেই ব্যবহারকারীদের কণ্ঠ শুনতে পাবে কর্তৃপক্ষ। যেকোনো অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে সম্ভব হলে কম্পিউটারের মাধ্যমে তার সমাধান দেবে প্রতিষ্ঠান। তবে এই পদ্ধতি সেটিংয়ের মাধ্যমে বন্ধ করে রাখা যাবে। এতে করে কণ্ঠ না গেলেও টেলিভিশনটি কিভাবে ব্যবহৃত হবে তার তথ্য পেতে থাকবে স্যামসাং। এই পদ্ধতিতে টেলিভিশনের সামনে বসে ফিসফিস করে কথা বললেও তা গ্রহণ করতে পারবে সফটওয়্যার।

স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, যে কথা বলবেন দয়া করে খেয়াল রাখবেন সেখানে যেন কোনো ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য না থাকে। ভয়েস রিকগনিশন যন্ত্রের মাধ্যমে তা থার্ড-পার্টির কাছে যেতে পারে।
[Source - Internet]
Dr. Fernaz Narin Nur,
Assistant Professor,
Department of CSE.