Electricity from Paddy

Author Topic: Electricity from Paddy  (Read 1554 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
Electricity from Paddy
« on: June 04, 2015, 12:59:33 PM »
ধান থেকে চাল হয়। এটি আমাদের প্রধান খাদ্য। তবে শুধু চালই নয় ধানের ক্ষেত থেকে এবার বিদ্যুৎ উৎপাদনও করে দেখিয়েছেন ডাচ বিজ্ঞানীরা। তাঁদের স্বপ্ন, অদূর ভবিষ্যতেই ধানের ক্ষেত থেকে উৎপাদিত বিদ্যুতে প্রত্যন্ত গ্রামগুলো আলোকিত হয়ে উঠবে। বিজ্ঞানীরা এ পদ্ধতির নাম দিয়েছেন 'প্ল্যান্ট ই'। এ প্রকল্পের সহপ্রতিষ্ঠাতা মারজোলেইন হেলডার বলেন, 'গাছ যে পরিমাণ শক্তি উৎপন্ন করে এর পুরোটাই তাদের কাজে লাগে না-এ নীতির ওপর নির্ভর করেই বিদ্যুৎ উৎপাদনের কাজটি করা হয়। সৌর বা বায়ুমিলের তুলনায় এ পদ্ধতির সুবিধাটি হচ্ছে-রাতে বাতাস না থাকলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না।' ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি স্বপ্ন প্রকল্প এটি। এর প্যাটেন্ট করা হয় ২০০৭ সালে। ২০০৯ সাল থেকেই ডেনমার্কে বিষয়টি নিয়ে গবেষণা চলছে। এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য পানিতে জন্মায় এমন গাছের প্রয়োজন হয়। এটা ম্যানগ্রোভ জলাভূমিও হতে পারে। আবার বাগানের টবেও করা সম্ভব।

ডেনমার্কের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের টেকসই উদ্ভাবন বিষয়ের অধ্যাপক এবং দেশটির সাবেক পরিবেশমন্ত্রী জ্যাকুলিন ক্রেমার বলেন, 'এ প্রকল্পটি সদ্য শুরু হয়েছে। বহু কিছুরই উন্নতি ঘটাতে হবে। তবে এর সম্ভাবনা প্রচুর। এ পদ্ধতিতে কাজ করলে তা শুধু গ্রামেই নয় শহরেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।' সূত্র : এএফপি।

Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/06/04/229450#sthash.RUrAI4d9.dpuf
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar