Educational > History of Mathematics
এন্ড্রয়েড চালিত ল্যাপটপ তৈরি করছে লেনোভো
(1/1)
sadekur738:
এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে বড় পিসি নির্মাতা কোম্পানি লেনোভো তাদের প্রথম এন্ড্রয়েড ভিত্তিক ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে। এ১০ আইডিয়াপ্যাড নামের এই নেটবুক স্টাইলের বহনযোগ্য কম্পিউটার এন্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেমে চলবে। এতে থাকবে ১০.১ ইঞ্চি (১৩৬৬ x ৭৬৮) এইচডি ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ১.৬ গিগাহার্টজ প্রসেসর, ৩২জিবি স্টোরেজ ও সর্বোচ্চ ২জিবি র্যাম। এর কোয়াড কোর এ৯ প্রসেসর ডিভাইসটিতে ৯ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাকের সুবিধা দেবে।
লেনোভো জানাচ্ছে, এ১০ গেজেটটির ‘ল্যাপটপ মুড’ কোম্পানিটির বিশেষ ডিজাইনেরর ইউজার ইন্টাফেসে আপনাকে দ্রুত ও স্বতঃস্ফূর্ত কম্পিউটিং অভিজ্ঞতা দেবে। এর কাস্টমাইজড এন্ড্রয়েডের মধ্যে নতুন একটি ফাইল ম্যানেজারও যুক্ত করা আছে যা আপনার ডকুমেন্ট, মিউজিক, ভিডিও প্রভৃতি খুঁজতে ও গুছিয়ে রাখতে সহায়ক হবে। ফুল-সাইজ কিবোর্ড, টাচপ্যাড ছাড়াও মাল্টিটাচ ডিসপ্লের মাধ্যমে ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা যাবে।
লেনোভো এ১০ মূলত ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল বাজারের জন্য ডিজাইন করা হয়েছে। এর দাম পড়বে ২৫০ মার্কিন ডলারের মত। তবে কবে নাগাদ ডিভাইসটি বাজারে আসবে তা জানা যায়নি।
source: http://banglatech24.com
sayem2408:
very good
Enamul Hossain Bhuiya:
nice
Navigation
[0] Message Index
Go to full version