উইন্ডোজ এর কিছু মজার কাজ [পর্ব ৩] :: [গডমোড]

Author Topic: উইন্ডোজ এর কিছু মজার কাজ [পর্ব ৩] :: [গডমোড]  (Read 914 times)

Offline riazur

  • Faculty
  • Full Member
  • *
  • Posts: 203
    • View Profile


গডমোড (God Mode ) :

নামের সার্থকতা ততটা সুবিশাল না হলেও উইন্ডোজপ্রেমীরা এই ফিচারটিকে ভালো না বেসে পারবেনই না। খুবই সহজসাধ্য এই ফিচারটির কল্যাণে একজন ইউজার একসাথে একই ফোল্ডারের ভেতর কন্ট্রোল প্যানেল এর সব অপারেশনে এক ক্লিকেই প্রবেশের ( access) করার সুযোগ পাবেন। একসাথে পুরো কম্পিউটারের প্রায় কয়েকশো সেটিংস একত্রে এই ফোল্ডার এ দেখতে পাবেন আপনি। যার ফলে যে কোন কাজের জন্য বারবার কন্ট্রোল প্যানেল এ খুঁজে খুঁজে বের করার বাড়তি সময় টুকু আর অপচয় হবে না।

গডমোড (God Mode ) ফিচারটি টার্ন অন করতে হলে সবার প্রথমে ডেক্সটপ বা যে কোন ড্রাইভে গিয়ে একটি নতুন ফোল্ডার খুলে নিন। এরপর ফোল্ডার properties এ গিয়ে rename এ ক্লিক করে লিখুন নিচের লাইনটিঃ

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}



Rename সম্পন্ন হলে দেখবেন আপনার ফোল্ডার আইকন বদলে গিয়ে কন্ট্রোল প্যানেল এর আইকন এর মত দেখতে হয়ে গিয়েছে। প্রায় কমপক্ষে ২৭০ টি ফাইল আইটেম থাকবে ফোল্ডারটি তে যেগুলোর মাধ্যমে আপনি ভার্চুয়ালি আপনার কম্পিউটার এর উইন্ডোজ সেটিংস হালনাগাদ বা পরিবর্তন করতে পারবেন। তবে উইন্ডোজ ভিস্তা (Windows Vista ) এর জন্য এটি উপযোগী বলা হয়ে থাকলেও কেউ কেউ অভিযোগ করেন যে ৩২ বিট অপারেটিং সিস্টেমের জন্য এই ফিচারটি ঠিকমত কাজ করলেও ৬৪ বিট অপারেটিং সিস্টেমের জন্য মাঝে মাঝে এটি ক্ষতির কারন হতে পারে।