IT Help Desk > Android World

অ্যান্ড্রয়েড বদলে আইফোন দেবে অ্যাপল

(1/1)

arefin:


অ্যাপলের স্মার্টফোন ট্রেড-ইন প্রোগ্রামে শীঘ্রই অন্তর্ভুক্ত হতে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনগুলো, এমনটাই শোনা যাচ্ছে প্রযুক্তি বাজারে। অ্যাপল পণ্যবিষয়ক সাইট নাইনটুফাইভম্যাক-এর এক প্রতিবেদন অনুযায়ী, কিছুদিনের মধ্যেই চালু হবে নতুন ওই ট্রেড-ইন প্রোগ্রাম। অ্যাপলের বিক্রয়কেন্দ্রগুলোর কর্মীদের ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ কনট্যাক্টস ও অন্যান্য ডেটা ট্রান্সফার করার প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

২০১৩ সালে আইফোন ট্রেড-ইন প্রোগ্রাম চালু করেছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তবে এখন পর্যন্ত শুধু পুরনো মডেলের আইফোন এবং নগদ অর্থে নতুন মডেলের আইফোন নেয়া যেত।

আইফোন ব্যবহারকারীর সংখ্যা এবং অ্যাপলের হার্ডওয়্যারের বিক্রি বাড়ানোই নতুন এই পদক্ষেপের উদ্দেশ্য, মন্তব্য ম্যাশএবলের। এর আগে নিজেদের ওয়েবসাইটে অ্যান্ডয়েড থেকে আইফোনে সুইচ করার একটি গাইড পোস্ট করে অ্যাপল। আইফোন ৬এস এবং ৬এস প্লাস বের হওয়ার পর আরও আগের চেয়ে আরও বেশি সংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আইফোন ব্যবহার করা শুরু করছেন, বলেন অ্যাপল সিইও টিম কুক।

Navigation

[0] Message Index

Go to full version