The History of Worldcup Cricket Trophy.

Author Topic: The History of Worldcup Cricket Trophy.  (Read 1378 times)

Offline Lazminur Alam

  • Sr. Member
  • ****
  • Posts: 337
  • Test
    • View Profile
The History of Worldcup Cricket Trophy.
« on: March 28, 2015, 06:38:26 PM »
বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান ট্রফিটির প্রচলন কিন্তু বেশি দিনের নয়। ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সপ্তম আসর থেকে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে। এখানে একটি তথ্য দিয়ে রাখা ভালো, ১৯৭৫ সালে শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেেট এতটা লম্বা সময় কোনো নির্দিষ্ট ট্রফি ছিল না। সাধারণত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের তৈরি করে দেওয়া ট্রফিই ব্যবহৃত হতো চূড়ান্ত পুরস্কার হিসেবে। ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩—ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম তিনটি আসরে দেওয়া হয় বিমা প্রতিষ্ঠান প্রুডেন্সিয়ালের দেওয়া ট্রফি। একই নকশার তিনটি ভিন্ন ট্রফি ব্যবহার করা হয়েছিল বিশ্বকাপের প্রথম তিন আসরে। ১৯৮৭ সালে উপমহাদেশে অনুষ্ঠিত চতুর্থ বিশ্বকাপে ব্যবহৃত হয় ভারতের রিলায়েন্স শিল্পগোষ্ঠীর ট্রফি। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বেনসন অ্যান্ড হেজেস বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছিল স্বচ্ছ স্ফটিকের তৈরি এক ট্রফি।
ছয়টি বিশ্বকাপ হয়ে যাওয়ার পর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি প্রথমবারের মতো অনুভব করে একটি নির্দিষ্ট নকশার ট্রফির প্রয়োজনীয়তা। বিশ্বকাপ ফুটবলের মতো যার মালিকানা কারও কাছে হস্তান্তর করা হবে না। এমন একটি ভাবনা থেকেই বিশ্বকাপ ক্রিকেটের স্থায়ী ট্রফির উদ্ভব। সোনা ও রুপার সমন্বয়ে তৈরি ৬০ সেন্টিমিটার উচ্চতার এই ট্রফি সাধারণত দুবাইয়ে আইসিসির ভল্টেই সংরক্ষিত থাকে। ১৯৯৯ সাল থেকে এই ট্রফির একটি রেপ্লিকা তুলে দেওয়া হয় বিশ্ব চ্যাম্পিয়ন দলের হাতে। ১১ কেজি ওজনের এই ট্রফি প্রথমবারের মতো ছুঁয়ে দেখার অভিজ্ঞতা হয়েছিল ১৯৯৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। ২০০৩ ও ২০০৭ সালে আরও দুবার এই ট্রফি ধরার অধিকার অর্জন করে তারা। ২০১১ সালে এই ট্রফি উঠেছিল মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলের হাতে।
MD.LAZMINUR ALAM
|| BA (Hons) in English || || MBA in Marketing ||

Senior Student Counselor
Daffodil International University
Cell: 01713493051
E-mail: lazminur@daffodilvarsity.edu.bd
            lazminurat@yahoo.com
Web: www.daffodilvarsity.edu.bd