Health Tips > Children

নবজাতক শিশুর ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়

(1/1)

taslima:
একটি শিশু একটি পরিবারের চেহারাই বদলে দিতে পারে। প্রথম শিশুর ব্যাপারে পরিবারের সদস্যরা অনেকটা সংবেদনশীল হয়ে থাকেন। একটু কিছু হলেই ব্যস্ত হয়ে পড়েন কি করে কি করবেন বা শিশুর কোন সমস্যা হচ্ছে কিনা। এ ব্যাপারে কয়েকটি বিষয় নিয়ে কথা বলছি আজঃ
• শিশুর মাথার নরম অংশ স্পর্শ করতে কিংবা কোলে নিতে অনেকেই খুব বেশি অস্বস্তি বোধ করে যাতে করে শিশুর আবার কোন সমস্যা না হয়ে যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই। সাবধানে আলতোভাবে স্পর্শ করলে শিশুর মস্তিষ্কের কোন সমস্যা হবে না। শুধুমাত্র শিশুর যাতে খুব জোরে চাপ না লাগে সেদিকে খেয়াল রাখবেন।
• নবজাতক মেয়ে শিশুর ডায়াপারে রক্ত দেখে অনেক বাবা-মা বা পরিবারের সদস্যরা ঘাবড়ে যান। এস্ট্রোজন নামক হরমোনের ফলে মেয়ে শিশুদের এমন কিছু হতে পারে। এতে চিন্তার কোন কারন নেই। এটি মেয়ে শিশুদের জন্য স্বাভাবিক এবং অতিদ্রুতই সেরে যাবে।
• শিশুর বুকের কাছে পাঁজরের কিছুটা আঁকাবাঁকা অবয়ব মা ও পরিবারের অন্যান্য সদস্যদের চিন্তায় ফেলে দিতে পারে। এটি হৃদপিন্ডের কোন সমস্যা বা শারীরিক কোন সমস্যা নয়। শিশুর বড় হবার সাথে সাথে শিশুর বুক এবং পেট সমানভাবে ঠিক হয়ে যাবে। এছাড়া অতিরিক্ত ওজনের শিশুদের চর্বির কারনেও এটি হতে পারে।
• বারবার খাবার খাওয়ানোর পর মলত্যাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। অনেকেই এটা অস্বাভাবিক মনে করতে পারে। কিন্তু এটি জেনে রাখা ভালো যে নবজাতক শিশুদের খাবার খুব দ্রুতই হজম হয়ে থাকে।   http://www.hatihatipa.com/2014/09/13/1385/

Navigation

[0] Message Index

Go to full version