Entertainment & Discussions > Story, Article & Poetry
বেতন যেখানে টাকার বদলে চিনি'
(1/1)
Karim Sarker(Sohel):
পঞ্চগড় চিনিকল কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন তাদের উত্পাদিত চিনি নিয়ে। দাম কমিয়েও চিনি বিক্রি করতে পারছেন না। বর্তমানে চিনিকলের গুদামে নতুন-পুরাতন মিলিয়ে ৯ হাজার ৩শ’ মেট্রিক টন চিনি অবিক্রিত পড়ে আছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৪০ লাখ টাকার উপরে। চিনি বিক্রয় না হওয়ায় শ্রমিক-কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন চিনিকল কর্তৃপক্ষ।
এখন মাসিক বেতন হিসেবে টাকার বদলে তাদের দেয়া হচ্ছে চিনি। এজন্য প্রতি টন চিনির দাম ধরা হচ্ছে ৩৭ হাজার টাকা। আর এই চিনি নিয়ে তারা প্রতিটন ৫শ’ টাকা থেকে ১ হাজার টাকা কমে বাজারে বিক্রি করছেন।
পঞ্চগড় চিনিকল সূত্রে জানা গেছে, আখ মাড়াই মৌসুম শেষ হয়েছে কিছুদিন আগে। এ বছর এই চিনিকলে ৩ হাজার ৫১৮ মেট্রিক টন চিনি উত্পাদিত হয়েছে। যার পুরোটাই মজুদ রয়েছে। সেইসাথে আগের বছরের উত্পাদিত আরো ৫ হাজার ৭৮১ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে। নতুন করে গুদাম নির্মাণ করেও চিনি রাখার স্থান সংকুলান হচ্ছে না।
পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুর রশিদ জানান, আমরা চিনিকলে উত্পাদিত চিনি বিক্রি সবার জন্য উম্মুক্ত করে দিয়েছি। তারপরও চিনি বিক্রি করতে পারছি না। লোকজন বাজার থেকে কেমিক্যাল মেশানো সাদা চিনি ক্রয় করছে। অথচ আমাদের দেশে উত্পাদিত চিনি সাদা চিনির চেয়েও অনেক বেশি মিষ্টি। এতে কেমিক্যাল ব্যবহার করা হয় না বলে স্বাস্থ্যের জন্যও ভাল।
- See more at: http://www.bd24live.com/bangla/article/35150/index.html#sthash.QwDxykvA.dpuf
Navigation
[0] Message Index
Go to full version