
প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি হরেক রকম গ্যাজেট। প্রযুক্তির এই যুগে যেন আমরা ডিভাইস-গ্যাজেট-ইন্টারনেট এগুলো ছাড়া চলতে অক্ষম। তবে, আজকে আমাদের আলোচনার বিষয় শুধুই 'গ্যাজেট'। আপনি কি জানেন আমাদের চারপাশে কত রকম অদ্ভুত অদ্ভুত গ্যাজেট পাওয়া যায়? কিছু গ্যাজেট হয় খুবই প্রয়োজনীয় আবার কিছু গ্যাজেটের কাজ সম্পর্কে জানলে আপনি হয়তো হাসতে হাসতে গড়িয়ে পরবেন! যাই হোক, আজ কিছু অদ্ভুত গ্যাজেট নিয়ে এই ব্লগপোষ্টটি সাজাতে চেষ্টা করেছি। সবগুলো প্রযুক্তির সাথে সম্পর্কিত না হলেও আপনাদের ভালো লাগবে আশা করছি। চলুন, শুরু করা যাক তাহলে।
PowerLine PowerCup Inverter
আপনাকে যদি প্রায় সবসমই গাড়ির মধ্যে থাকতে হয়, যেমন ধরুন - আপনি একজন ড্রাইভার; তো, আপনাকে যদি সবসময় গাড়ির মধ্যে থাকতে হয় এবং আপনি যদি একজন ডিভাইস ফ্রিক হয়ে থাকেন তবে এই গ্যাজেটটি আপনার অনেক কাজে আসবে। কীভাবে? ধরুন, আপনি যেহেতু বেশির ভাগ সময়ই রাস্তায় থাকেন তাই আপনার স্মার্টফোনে চার্জ ধরে রাখা কিছুটা কষ্টকর হয় নিশ্চয়ই? বা ধরুন, আপনি ট্যাবলেট ব্যবহার করেন, সেক্ষেত্রে ট্যাবলেটের চার্জ বড় স্ক্রিন এবং সেই তুলনায় কম ব্যাটারির কারণে দ্রুত ফুরিয়ে যায়। এই সব কেসে আপনাকে সাহায্য করবে পাওয়ারলাইন পাওয়ারকাপ ইনভার্টার নামের এই গ্যাজেটটি।

এটি আপনি চাইলে আপনার গাড়ির কাপ-হোল্ডারের মাঝেও সুন্দর করে রেখে দিতে পারবেন। পাওয়ারলাইন পাওয়ারকাপ ইনভার্টার গ্যাজেটটি মূলত আপনার গাড়িতে থাকা সিগারেট লাইটারের সাথে যুক্ত হয়ে সেখান থেকে বিদ্যুৎ নিয়ে তা সঞ্চালন করে দুই অথবা তিন পোর্টের আউটলেটে। অনেক মডেলে আবার ইউএসবি পোর্টও দেখা যায়। আপনি মোটামুটি ২৫ ডলারেই মাঝেই (কিছুটা কম বেশি হতে পারে) গ্যাজেটটি কিনতে পারবেন।