অদ্ভুত মজার কিছু গ্যাজেট : ৬

Author Topic: অদ্ভুত মজার কিছু গ্যাজেট : ৬  (Read 1006 times)

Offline riazur

  • Faculty
  • Full Member
  • *
  • Posts: 203
    • View Profile
Survive ReStore Solar Panel
সোলার টেকনোলোজি যে চমৎকার একটি আবিষ্কার তা আর বলার অপেক্ষা রাখেনা। অনেক গ্রাম গঞ্জেই যেখানে এখনও বিদ্যুৎ সংযোগ গিয়ে পৌছায়নি সেখানেও অনেকে সোলার টেকনোলোজি ব্যবহার করে বেশ সহজ এবং স্বাভাবিক ভাবেই তাদের দৈনন্দিন প্রয়োজন গুলো মিটিয়ে নিচ্ছেন। যাই হোক, নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই গ্যাজেটটিও সোলার প্রযুক্তির সাথে সম্পর্কিত।

এই গ্যাজেটটি মূলত সোলার টেকনোলোজি যুক্ত একটি ফোল্ডিং প্যানেল যা আপনি ভাঁজ করে যেকোন স্থানে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। এর আউটপুট হিসেবে আছে একটি ইউএসবি পোর্ট যার মাধ্যমে আপনি স্মার্টফোন অথবা এক্সটার্নাল ব্যাটারি চার্জ করে নিতে পারবেন। ভাঁজ করা যাওয়ার সুবিধার ফলে এই গ্যাজেটটি ব্যবহার করা অত্যন্ত সুবিধাজনক।