Entertainment & Discussions > Jokes

ঘুমপাড়ানি কেস

(1/1)

Talukdar Rasel Mahmud:

কোর্টে এক বড়সড় কেস চলছিলো। আসামি পক্ষের উকিল অনেকক্ষণ ধরে এক স্বাক্ষীকে ক্রস-একজামিন করছিলেন। হঠাৎ উকিলের নজরে পড়লো যে জুরিদের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছেন।
উকিল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, "অবজেকশন, ধর্মাবতার। দেখুন জুরিদের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছেন।"
জাজ জুরিদের দিকে একবার তাকিয়ে উকিলকে বললেন, "আপনিই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, এবার আপনিই ওনাকে জাগিয়ে তুলুন!"
.......(Collected)

myforum2015:
 :)

afrin.ns:
 ;) :D :D

Touseef:
 :) ;) :D

Israk Zahan Papia:
 :)

Navigation

[0] Message Index

Go to full version