এবার আপনার স্মার্টফোনের ক্যামেরা বলেদিবে দুধে পানি মেশানো হয়েছে কিনা?

Author Topic: এবার আপনার স্মার্টফোনের ক্যামেরা বলেদিবে দুধে পানি মেশানো হয়েছে কিনা?  (Read 869 times)

Offline rakib_hasan

  • Newbie
  • *
  • Posts: 31
  • Test
    • View Profile
কেমন হয় যদি আপনার স্মার্টফোনের ক্যামেরা সব কিছু বলেদেয়। যেমন ধরুন, বাজারে দুধ কিনতে গেছেন। তো কেনার সময় হঠাৎ আপনার মনে সন্দেহ যাগল, লোকটা দুধে পানি মেশায়নিতো? এখন এক পলকেই আপনি বলে দিতে পারবেন দুধে পানি মেশানো আছে কিনা। কারণ নতুন উদ্ভাবিত এ স্মার্টফোন ক্যামেরা বস্তুর রাসায়নিক উপাদান জানিয়ে দেবে। কিভাবে? খুব সহজ দুধ ভর্তি জারের একটি ছবি তুলুন এবার দেখুন ফলাফল। আপনার স্মার্টফোন বলে দিবে দুধের ভেতরে পানির কোন উপাদান আছে কিনা। এক প্রতিবেদনে এই বিষয়টি জানিয়েছে গিজম্যাগ।

স্মার্টফোন এর মাধ্যমে কোনো বস্তুর ছবি বিশ্লেষণ করে তার রাসায়নিক উপাদান নির্ণয় করার প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে তেলআবিব ইউনিভার্সিটিতে। এ প্রযুক্তিতে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তার নাম হাইপারস্পেকট্রাল ইমেজিং। এ প্রযুক্তিতে ক্যামেরার লেন্স এমন সব রশ্মিগুলোর ছবি তোলে, যা মানুষের চোখে ধরা পড়ে না। এতে ইলেক্ট্রোম্যাগনেটিক ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করে কোনো বস্তুর রাসায়নিক উপাদানগুলো নির্ণয় করা হয়।

এ ধরনের প্রযুক্তি এখন বড় আকারের সেন্সরের ও ক্যামেরার মাধ্যমে প্রচলিত আছে। তবে এবার তা স্মার্টফোনের ক্যামেরায় সংযুক্ত হলো। গবেষকদলের প্রধান ডেভিড মেন্ডলোভিক এ প্রযুক্তি ছোট ক্যামেরায় সংযোগের গবেষণায় সফল হয়েছেন।

ক্যামেরাটি এখন স্মার্টফোনেও সংযুক্ত করা যাবে বলে জানিয়েছেন গবেষকরা। আর এই গবেষণার সফলতার ফলে এখন হয়তো কিছুদিনের মধ্যেই এ ধরনের ক্যামেরা স্মার্টফোনগুলোতে ছড়িয়ে পড়বে।এতে করে খুব সহজেই নির্ণয় করা যাবে কোন বস্তুর রাসায়নিক গঠন কিরুপ।

এমন ক্যামেরা ক্রেতাদের জন্যও নতুন দিগন্ত খুলে দেবে। এ ছাড়াও প্রযুক্তিটি ব্যবহার করে কনজিউমার ইলেক্ট্রনিক্স, অটোমোটিভ ইন্ডাস্টি, বায়োটেকনোলজি ও নিরাপত্তা বাহিনী উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ আপ্লাইএসসিআই, টিউনার পেজ
Md. Rakib Hasan
Assistant IT Officer
Daffodil International University (Uttara Campus)