IT Help Desk > IT Forum

বিনামূল্যে উইন্ডোজ ১০ দেবে মাইক্রোসফট !!!

(1/1)

rakib_hasan:
উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ জন্য বিনামূল্যে উইন্ডোজ ১০ দেবে মাইক্রোসফট৷ বুধবার মাইক্রোসফটের তরফে একথা জানানো হয়েছে৷ মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের বিনামূল্যে তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ দেয়া হবে৷



সংস্থার তরফে জানানো হয়েছে, বাজারে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আশার সঙ্গে সঙ্গে নতুন অপারেটিং সিস্টেম আপডেট করে নেয়া যাবে৷

মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে এক বছর তারা বিনামূল্যের এই পরিষেবা উপভোগ করতে পারবেন৷ এক বছর পর থেকে উইন্ডোজ১০ ব্যবহারের জন্য চার্জ দিতে হবে ব্যবহারকারীকে৷ চলতি বছরের দ্বিতীয় ভাগে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমটি বাজারে আসবে৷

সুত্রঃ টিউনার পেজ

mhasan:
Thanks for good post.

Navigation

[0] Message Index

Go to full version