IT Help Desk > Internet
আইপি প্রতিষ্ঠান অধিগ্রহণ করল নকিয়া
(1/1)
sadiur Rahman:
মোবাইল ফোন-নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া এবার ইন্টারনেট প্রটোকল (আইপি) প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্ট অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত প্রযুক্তিবাজারে এরিকসন, হুয়াউইয়ের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আইপি খাতে বিনিয়োগের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে এ অধিগ্রহণ বলে জানা গেছে। ফ্রান্সের নেটওয়ার্ক এবং সফটওয়্যার-নির্মাতা প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্টকে নকিয়া ১ হাজার ৬৬০ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করবে বলে নিশ্চিত হওয়া গেছে।
সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এ অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নকিয়া আশা করছে, আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই পুরো অধিগ্রহণ বিষয়টি সম্পন্ন হবে। যৌথ উদ্যোগের অংশ হিসেবে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট প্রযুক্তি ৫জি নিয়ে গবেষণা এবং উন্নয়ন নিয়ে কাজ করবে নকিয়া ও অ্যালকাটেল-লুসেন্ট। মোবাইল বিভাগটি মাইক্রোসফটের অধিগ্রহণের পর থেকেই অন্য দিকগুলোতে ব্যবসার বিষয়গুলো নিয়ে কাজ শুরু করে নকিয়া। ইতিমধ্যে একই ধরনের ব্যবসা নিয়ে এগিয়ে যাচ্ছে এরিকসন ও হুয়াউই। সে তালিকায় নিজেদের যুক্ত করতেই নকিয়ার এমন উদ্যোগ। মোবাইলের মতোই এ খাতে শীর্ষে থাকতে পারবে বলে ধারণা প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্তাদের।
source :http://www.prothom-alo.com/technology/article/505432/%E0%A6%86%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE
Navigation
[0] Message Index
Go to full version