স্মৃতিভ্রংশের একটি রোগ আলঝেইমার। আলঝেইমার রোগে আক্রান্ত ব্যক্তি দ্রুত সবকিছু ভুলে যায়, স্মৃতি মনে করতে পারেন না। রোগটিতে আক্রান্ত ব্যক্তি পরিচিত ব্যক্তি থেকে শুরু করে একটু আগে দেখা জিনিসের কথাও স্মরণ করতে পারেন না।
সম্প্রতি আলঝেইমার রোগের কারণ অনুসন্ধানে গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক। এতে দেখা যায়, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে আলঝেইমার রোগের যোগসূত্র রয়েছে। গবেষকদের এমন আবিষ্কার স্মৃতিভ্রমের মতো এ রোগটির চিকিৎসার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বার্তা সংস্থার এএফপির খবরে জানানো হয়, সম্প্রতি ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ওই গবেষণা ওপর জার্নাল অব নিউরো সায়েন্স সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে দাবি করা হয়, গবেষকেরা আলঝেইমার রোগের সঙ্গে যোগসূত্র রয়েছে, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার এমন বিশেষ কিছু কোষ খুঁজে পেয়েছেন। এসব কোষ প্রধান পুষ্টি উপাদান সংগ্রহ করার ক্ষেত্রে মস্তিষ্ককে বাধা দেয়।
ওই গবেষকেরা ইঁদুরের মস্তিষ্কে বিশেষ ধরনেরওষুধ ব্যবহার করেন। এতে প্রতিরোধ ব্যবস্থার ওই কোষগুলো আর মস্তিষ্কের প্রধান উপাদান সংগ্রহের পথে বাধা দিতে পারে না। এতে ওই ইঁদুরগুলোর স্মৃতিভ্রংশ থেকে রক্ষা পায়।
ওই গবেষণায় প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে যুক্ত ওই কোষগুলোর ভূমিকা সুস্পষ্ট বোঝা যায়নি। তবে এ গবেষণা আলঝেইমার হওয়ার সম্ভাব্য কারণ বের করেছে। যা নতুন চিকিৎসা পদ্ধতিতে আলঝেইমার নিরময়ে নতুন দিগন্ত খুলেছে বলে আশা করা হচ্ছে।