নতুন ১৫টি ভাষায় ইউটিউব নেভিগেট করা যাবে

Author Topic: নতুন ১৫টি ভাষায় ইউটিউব নেভিগেট করা যাবে  (Read 464 times)

Offline riazur

  • Faculty
  • Full Member
  • *
  • Posts: 203
    • View Profile
ইউটিউবকে ব্যবহারকারীর কাছে আরও জনপ্রিয় করে তুলতে নতুন পদক্ষেপ নিল ইউটিউব।

এখন থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষাতেই ইউটিউবকে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। বিভিন্ন অপশনগুলিতেও এই ভাষা দেখা যাবে। শুধু তাই নয় নিজের এই ভাষাগুলির মাধ্যমে বিভিন্ন ভিডিওকে সার্চ করতে পারবেন ব্যবহারকারী। ইউটিউব থেকে জানানো হয়েছে, নতুন আরও ১৫টি ভাষা ইউটিউবে যোগ করা হয়েছে ফলে ইউটিউবকে এখন থেকে মোট ৭৬টি আলাদা আলাদা ভাষায় দেখা যাবে।

এই ১৫টি ভাষার মধ্যে ভারতের পাঞ্জাবি ভাষাকে যুক্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য ভাষাগুলির মধ্যে জর্জিয়ান, কিরগিজ, নেপালি, সিংহলি, বার্মিজ, উজবেকর মতো ভাষাগুলি রয়েছে।