Faculty of Humanities and Social Science > Law
সিটি নির্বাচনঃ নগরগুলো হোক নারী ও শিশুবান্ধব ..
(1/1)
Farhana Helal Mehtab:
আগামী কাল (২৮/০৪/২০১৫) আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন । নির্বাচন প্রাক্কালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত লেখার লিঙ্কটি ফোরামে পোষ্ট করলাম ।
আমরা নারী ও শিশুবান্ধব ঢাকা (ও অন্যান্য) শহর চাই। আমাদের অপরাধী মনে হয় যখন দেখি শিশুদের খেলার মাঠ নেই, ছোটাছুটি করার জন্য ‘ওপেন স্পেস’ নেই, সুস্থ বিনোদনের ব্যবস্থা নেই। ইট-কাঠের দেয়ালের মধ্যে থেকে নানারকম কার্টুন (কার্টুন দেখলে সমস্যা নেই, কিন্তু সারাক্ষণ কার্টুন দেখলে চোখের যেমন ক্ষতি হয়, মানসিক স্বাস্থ্যের জন্যও সেটি ভালো নয়), ‘হরর ফিল্ম’ ও ‘ভায়োলেন্ট মুভি’ দেখে দেখে আমাদের বাচ্চারা বড় হচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য তাদের পার্কে নিয়ে যেতে হবে, পানির মধ্যে লুটোপুটি করতে দিতে হবে, সবুজ ঘাসের ওপর বসে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখাতে হবে, অরণ্যের অন্ধকারে বসে আকাশের চাঁদ ও নক্ষত্র দেখাতে হবে …..
সিটি নির্বাচনঃ নগরগুলো হোক নারী ও শিশুবান্ধব ...
http://www.ittefaq.com.bd/print-edition/drishtikon/2015/04/27/45670.html
Farhana Helal Mehtab
Head, Dept of Law
Ferdousi Begum:
" জরিপের ভয়াবহ তথ্যটি হচ্ছে, নগরীর নারীদের ৮১ শতাংশ শারীরিক লাঞ্ছনার শিকার হলে তা পুলিশকে জানাতে অপারগতা প্রকাশ করেছেন, কেননা তাদের ভয় হচ্ছে ঘটনাটি পুলিশকে জানালে তারা আবারও হয়রানির শিকার হবেন।" Real truth. Mayor of City corporations called as NOGOR PITA that means father of the city. A father of the family has duties to protect the family members. Same is the position of a Mayor.
Farhana Helal Mehtab:
So true. Thanks for pointing the cruel fact.
Navigation
[0] Message Index
Go to full version