Educational > You need to know
What should You do while Earthquake
(1/1)
Badshah Mamun:
ভূমিকম্পের সময় করণীয়
ভূমিকম্প থেকে জনগণের জানমাল এবং সম্পদ রক্ষার্থে সংযুক্ত বিজ্ঞপ্তিটি আজ থেকে পরবর্তী ৭ দিন সকল ইলেকক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
ভূমিকম্পের সময় আপনার করণীয় :
১. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না।
২. ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোন আসবাবপত্রের নিচে আশ্রয় নিন।
৩. রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন; বিম, কলাম ও পিলার ঘেষে আশ্রয় নিন; শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন।
৪. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচুবাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন।
৫. গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়ুন।
৬. ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধুলা বালি শ্বাস নালিতে না ঢোকে।
৭. একবার কম্পন হওয়ার পর আবারো কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন।
৮. উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন।
৯. কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে + দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন।
১০. গাড়িতে থাকলে ওভারব্রিজ ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন।
১১. ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন
১২. এবং বিল্ডিং কোড মেনে ভবননির্মাণ করুন।
http://www.sheershanewsbd.com/2015/04/27/78542
Navigation
[0] Message Index
Go to full version