Entertainment & Discussions > Cricket
ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে টপকালো বাংলাদেশ
(1/1)
JEWEL KUMAR ROY:
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট র্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে বাংলাদেশের অবস্থান এখন ৮-এ। সদ্য শেষ হওয়া হোম সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করার সুবাদে এ স্থান অধিকার করল টাইগাররা।৮৮ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ৮ম স্থানে রয়েছে বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ৭ম স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ৯ম স্থানে নেমে গেছে পাকিস্তান।
৮ম স্থানটি ধরে রাখতে পারলে পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। পাশাপাশি আসন্ন জুন মাসে ভারতের বিপক্ষে ভালো করতে পারলে ওয়েস্টইন্ডিজকে টপকে ৭ম স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত র্যাংকিংয়ে দেখা গেছে, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সর্বোচ্চ ১২৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে। ২য় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১১৭। ধোনির দলের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ৩য় স্থানে বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড।
র্যাংকিংয়ের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (১১২), শ্রীলংকা (১০৬)ও ইংল্যান্ড (৯৪)। ৭ম, ৮ম ও ৯ম স্থানটি নিয়ে তীব্র লড়াই চলছে ওয়েস্ট ইন্ডিজ (৮৮), বাংলাদেশ (৮৮) ও পাকিস্তানের (৮৭) মধ্যে।
এদিকে র্যাংকিংয়ের সেরা ১০ এ জায়গা হয়নি আইসিসির পূর্ণ সদস্য জিম্বাবুয়ের। জিম্বাবুয়েকে হটিয়ে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ড ১০ম স্থানে উঠে এসেছে। জিম্বাবুয়ে রয়েছে ১১তম স্থানে এবং আফগানিস্তান রয়েছে ১২তম স্থানে।
Navigation
[0] Message Index
Go to full version