বাংলাওয়াশ! বিজয়ের হুংকার।

Author Topic: বাংলাওয়াশ! বিজয়ের হুংকার।  (Read 696 times)

JEWEL KUMAR ROY

  • Guest
১১০ বলে সৌম্যর অপরাজিত ১২৭ রানের ইনিংসটি সাহসের এক প্রদর্শনী বটে! যে ইনিংসটিকে মণিমুক্তাখচিত করে তুলেছে ১৩টি চার আর ৬টি ছয়।
বাংলাদেশকে জিতিয়ে যখন মুশফিকুর রহিমের সঙ্গে মাঠ ছাড়ছেন সৌম্য, তখন তাঁর নামের পাশে অপরাজিত ১২৭ রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সৌম্যকে এনে দিল ম্যাচসেরার পুরস্কারও।