Entertainment & Discussions > Cricket

গেইলের ছক্কার রেকর্ড

(1/1)

JEWEL KUMAR ROY:
টি-টোয়েন্টির ৫ ছক্কাবাজ
                       ম্যাচ       ছক্কা
ক্রিস গেইল         ২০১      ৫০০
কাইরন পোলার্ড    ২৭৩      ৩৪৮
ব্রেন্ডন ম্যাককালাম ২০৪      ২৬১
ডোয়াইন স্মিথ      ২১৯      ২৫৬
ডেভিড ওয়ার্নার     ১৮৭     ২৪১
* ২৯ এপ্রিল ২০১৫ পর্যন্ত
ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলে এটা ছিল গেইলের ক্যারিয়ারের ২০১তম ম্যাচ। এই ফরম্যাটের ক্রিকেটে গেইল কতটা বিধ্বংসী সেটা বোঝা যাবে শুধু একটা পরিসংখ্যানেই। ছক্কার সংখ্যায় এখানে তাঁর ধারেকাছেও কেউ নেই। ৩৪৮টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গেইলের ওয়েস্ট ইন্ডিয়ান সতীর্থ ও মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটসম্যান কাইরন পোলার্ড। শুধু ছক্কা নয়, সবচেয়ে বেশি চারের তালিকায়ও গেইল দুই নম্বরে (৫৬৯টি)। ৬৩৮টি চার নিয়ে এ তালিকায় গেইলের ওপরে শুধু অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। এমনকি টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির (১৩) রেকর্ডটাও গেইলের। ৬ সেঞ্চুরি নিয়ে এই তালিকায় গেইলের পরে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। ক্রিকেট আর্কাইভ।

Tofazzal.ns:
Gale, he is a real boss in the cricket.

Navigation

[0] Message Index

Go to full version