Entrepreneurship > Entrepreneurship Education & Training
ড্যাফোডিলে “উদ্যোক্তা তৈরী করন” কর্মশালার সমাপনী
(1/1)
Karim Sarker(Sohel):
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর এন্ট্রিপ্রিনিউয়ারশীপ বিভাগের আয়োজনে তিন দিন ব্যাপী উদ্যোক্তা তৈরী করন শীর্ষক কর্মশালা গতকাল (মে ০৬, ২০১৫) বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুমে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. প্রতিমা পাল মজুমদার এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান, কর্মশালার আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহাবুব আলী ও এন্ট্রিপ্রিনিউয়ারশীপ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মারুফ রেজা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ব্যাংক, এনজিও, ব্যবসায়ীসহ এবং বিপুলসংখ্যক উদ্যোক্তা তিনদিনব্যাপীএ কর্মশালায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. কাজী খলিকুজ্জামান আহম্মদ বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে উদ্যোক্তা তৈরী এবং তাদেও স্বাবলম্বী করে গড়ে তোলার কোন বিকল্প নেই। দেশে যে অর্থনৈতিক কর্মকান্ড সংঘটিত হচ্ছে তাতে তৃনমূল পর্যায়ে এনজিওরা বলিষ্ঠ ভূমিকা পালন কওে চলেছে। তিনি আশা প্রকাশ করেন যে,সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। সভাপতির বক্তৃতায় প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে নতুন নতুন উদ্যোক্তা তৈরী করার জন্য ড্যাফোডল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিরলস ভূমিকা পালন করে চলেছে। প্রফেসর ড. মোঃ গোলাম রহমান মন্তব্য করেন যে, পাবলিক প্রাইভেট পার্টনারশীপের মাধ্যমে উদ্যোক্তা তৈরী করা বাঞ্চনীয়।
বিভিন্ন পর্যায়ে কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নও খন্দকার ইব্রাহিম খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দূর্গাদাস ভট্টাচার্য, এসএমই ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মমতাজ উদ্দিন আহমেদ, ড. প্রতিমা পাল মজুমদার, ড. নাজনীন আহমেদ, ফার্মাস ব্যাংক লিমিেিটডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক সুকমল সিনহা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হামিদুল হক মুরাদ ও এলাইড হেলথ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. আহমদ ইসমাইল মোস্তফা প্রমুখ।
লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/স্বশা-২৯০৬
Karim Sarker(Sohel):
Pls. see the picture
Navigation
[0] Message Index
Go to full version