আর নয় ডুয়াল সিম, এখন ১টি মাত্র সিম দিয়ে ব্যবহার করুতে পারবেন ৯টি নম্বর !

Author Topic: আর নয় ডুয়াল সিম, এখন ১টি মাত্র সিম দিয়ে ব্যবহার করুতে পারবেন ৯টি নম্বর !  (Read 1228 times)

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile
আজকের দ্রুত জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তিগত কর্মজীবনকে আলাদা রাখতে অনেকেই একাধিক নম্বর ব্যবহার করে থাকেন। আর একাধিক নম্বর ব্যবহার করলে একাধিক সিমের প্রয়োজন হয়। তার জন্য দরকার একাধিক মোবাইলের। ব্যবহারও জরুরি হয়ে পড়ে। এ বার সে সমস্যা দূর হতে চলেছে। মোবাইল সংস্থা ব্ল্যাকবেরি এমন একটি ভার্চুয়াল সিম পরিষেবা চালু করতে চলেছে যাতে সর্বাধিক ৯টি নম্বর ব্যবহার করা যাবে। পরিষেবাটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন টেলিকম সংস্থা এবং ট্রাইয়ের সঙ্গে কথাবার্তাও বলেছে ব্ল্যাকবেরি। সংস্থার ভারতের ম্যানেজিং ডিরেক্টর সুনীল লালবাণী জানাচ্ছেন, ‘আমরা ট্রাইয়ের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি। আফ্রিকার কয়েকটি দেশে একটি পাইলট প্রোজেক্টও চলছে। যেখানে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হয়েছে। সেখানে সাফল্য মিলেছে।

যেভাবে কাজ করবে সিমটি?

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ভার্চুয়াল সিমে এক সঙ্গে সর্বাধিক ৯টি মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে ৯টি ভিন্ন টেলিকম সংস্থার পরিষেবা পেতে পারেন ব্যবহারকারী। অনেকেই কথা বলার জন্য, ইন্টারনেট সার্ফ করার জন্য এবং এসএমএস করার জন্য ভিন্ন ভিন্ন সিম ব্যবহার করেন। তারা বিশেষভাবে উপকৃত হবেন।

এর অন্য একটি সুবিধাও রয়েছে। একাধিক সিম এবং মোবাইল ব্যবহার করার ঝামেলা থেকে মুক্তি মিলবে। বিশেষজ্ঞদের মত, বর্তমান মোবাইলের বাজারে ব্ল্যাকবেরি অনেকটাই পিছিয়ে পড়েছে অ্যাপল এবং স্যামসাঙের দাপটে। এই পরিষেবার মাধ্যমে ফের একবার ঘুরে দাঁড়াতে পারে সংস্থাটি।

Collected from
লেটেস্টবিডিনিউজ.কম
Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile
Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030