IT Help Desk > IT Forum

১০টি এমন টিপস যা আপনার গুগল সার্চের অভিজ্ঞতা বদলে দিবে

(1/1)

rakib_hasan:
কোন তথ্য খুঁজে পেতে আমরা সবাই গুগলের সাহায্য নিয়ে থাকি। তবে গুগলে কিছু বিশেষ কীওয়ার্ড রয়েছে যা আপনার গুগলে সার্চ দেওয়ার অভিজ্ঞতাই বদলে দেবে।

১. খুব সহজে টাইমার তৈরি করতে পারেন গুগলে।



২. কোন শিল্পীর কিংবা ব্যান্ডের গানের তালিকা সহজেই পেতে পারেন গুগলে।



৩. প্রিয় লেখকের বইয়ের তালিকা দরকার ? সাহায্য নিন গুগলের।



৪. ফ্লাইটের তথ্য দেখতে পারেন গুগলের মাধ্যমে।



৫. আগামীকাল সূর্যোদয় কখন ? গুগলকে জিজ্ঞাসা করে দেখুন।



৬. বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম জানতে চান ? গুগল করেই দেখুন।



৭. Recursion লিখে গুগলে সার্চ দিলে গুগলের মাথা খারাপ হয়ে যায় নাকি ?



৮. Festivus লিখে সার্চ দিন, বাম পাশে একটি অ্যালুমিনিয়াম বার দেখাবে।



৯. zerg rush লিখে সার্চ দিলে গেম শুরু হয়ে যাবে সার্চ রেজাল্ট পেজে।



১০. কোন শব্দের উৎপত্তি এবং বিস্তারিত পেতে চাইলে নিচের মত চেষ্টা করে দেখতে পারেন।



১১. দুটি খাবারের তুলনা করতে গুগল বেশ পারদর্শী।



সুত্রঃ টিউনার পেজ

mahmud_eee:
Thanks for sharing ........

Navigation

[0] Message Index

Go to full version