উইন্ডোজ ১০-এ ফুলস্টপ!

Author Topic: উইন্ডোজ ১০-এ ফুলস্টপ!  (Read 871 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile
উইন্ডোজ ১০-এ ফুলস্টপ!
« on: May 13, 2015, 10:53:56 AM »

উইন্ডোজ ১০-ই হবে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ। উইন্ডোজ ১০-এর পর ওএসটির আর নতুন কোনো সংস্করণ বের হবে না বলে গোষণা দিয়েছেন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জেরি নিক্সন।


এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নতুন আর কোনো সংস্করণ বাজারজাত না করে বরং নির্দিষ্ট সময় পরপর উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট ছাড়বে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে মাইক্রোসফট আয়োজিত ইগনাইট সম্মেলনে প্রতিষ্ঠানটির ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জেরি নিক্সন উইন্ডোজ ওএসের ভবিষ্যত নিয়ে এই ঘোষণা দেন। ‘স্ট্যান্ড-অ্যালোন সংস্করণ’-এর পরিবর্তে, উইন্ডোজ ১০-কে নিয়মিত আপডেটের মাধ্যমে উন্নত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের গবেষক ও ভাইস-প্রেসিডেন্ট স্টিভ ক্লেনহ্যানস উইন্ডোজ সংস্করণের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জানান, প্রতি তিন বছর পরপর মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম তৈরি করে। এতে একদিকে প্রতিষ্ঠানটির প্রচুর অর্থ খরচ হয় ও অন্যদিকে বিপণন কৌশলের মাধ্যমে মানুষকে বোঝাতে হয়, কেন তারা নতুন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করবেন। ডেভেলপারদেরও জন্যও নির্দিষ্ট সময় পরপর নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে হয়, ক্ষেত্রবিশেষে যার নেতিবাচক প্রভাবই বেশি পড়ে।

উইন্ডোজ ১০-এর মাধ্যমে এই কার্যধারা ভাঙছে মাইক্রোসফট। এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলেই মনে করেন তিনি।     

মাইক্রোসফটের নতুন পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ক্লেনহ্যানস বলেন, “সব মিলিয়ে এটি একটি ভালো পদক্ষেপ, কিন্তু এতেও বেশ কিছু ঝুঁকি রয়েছে।”

নিত্যনতুন ফিচার ও আপডেট বের করার জন্য মাইক্রোসফটকে আরও বেশি কাজ করতে হবে বলে জানান তিনি। তবে কর্পোরেট ভোক্তারা এই পরিবর্তনটিকে কীভাবে নেবেন এবং মাইক্রোসফট তাদের ঠিক কীভাবে সেবা দেবে—এই প্রশ্ন থেকেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU