অ্যালার্ম থামাতে সেলফি!

Author Topic: অ্যালার্ম থামাতে সেলফি!  (Read 753 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile
যালার্ম বন্ধ করে আবারও ঘুমিয়ে পরার অভ্যাস আছে যাদের, তাদের জন্য ‘বিনা মেঘে জল’ হয়ে আত্মপ্রকাশ করতে পারে নতুন স্মার্টফোন অ্যাপ ‘স্ন্যাপ মি আপ’। এই অ্যাপ ইনস্টল করলে স্মার্টফোনের অ্যালার্ম থামানোর উপায় থাকবে একটাই, নিজের সেলফি তুলতে হবে ব্যবহারকারীকে।

অ্যালার্ম থামানোর জন্যে একরকম বাধ্য হয়ে যতোক্ষণে ব্যবহারকারী নিজের সেলফি তোলার প্রস্তুতি নেবেন ততোক্ষণে ঘুমের আয়েশ যে অনেকটাই কেটে যাবে তা বলার অপেক্ষা রাখে না। ফলে কিছুটা হলেও কমবে অ্যালার্ম বন্ধ করে আবারও ঘুমিয়ে পরার ঘটনা। আর সেলফিগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘মাই স্লিপি স্ন্যাপস’ নামের ফটো অ্যালবামে জমা হবে।

অ্যাপটিতে ফেইস ডিটেকশন প্রযুক্তির পাশাপাশি স্মার্টফোনের সামনের-পেছনের উভয়  ক্যামেরা ব্যবহারের সুবিধা থাকায় সেলফিগুলোর মান যথেষ্ট ভালই হবে বলে জানিয়েছে ম্যাশএবল।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU