Faculty of Engineering > EEE

উড়লো মুকিতের রিমোট চালিত খুদে কপ্টার

(1/1)

mahmud_eee:
হবিগঞ্জে বিজ্ঞান মেলায় নিজের বানানো রিমোট চালিত খুদে কপ্টার উড়িয়ে দেখালো দশম শ্রেণির ছাত্র আল আনাম মুকিত।

মঙ্গলবার দুপুরে ১৮০ মিটার ওপর পর্যন্ত ওর কপ্টারটি উড়তে দেখা যায়। তা দেখে মুগ্ধ হয় উপস্থিত দর্শকরা।

ওর স্কুল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার আহমেদ মুকিতের কাজ নিয়ে বেশ গর্বিত বলে জানান।

মুকিত জানায়, গত জুন থেকে এটা বানাতে পড়াশোনা শুরু করে সে। ৩৬তম জাতীয় বিজ্ঞান মেলার খবর জানতে পেরে বন্ধুরা মিলে এটা বানানো শুরু করে।

ও এটাকে ড্রোন বলতে পছন্দ করে।

ও বলে, “এটা করার জন্য আমরা খুব কম সময় পাই। আর আমাদের প্রয়োজনীয় অনেক পার্টসই হবিগঞ্জে খুঁজে পাইনি।

"আমার বন্ধু ও সহযোগী মালেক তখন ঢাকা থেকে এসব পার্টস নিয়ে আসে। আমরা কজন দিন রাত পরিশ্রম করে এর গঠন দাঁড় করাই।”

একাজ করতে তারা শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ড্রোন টিমের’ কাছ থেকে সে 'কন্ট্রোল বোর্ড' নিয়েছে।

Navigation

[0] Message Index

Go to full version