সেদিন ভার্সিটি লাইফের ক্লোজ ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিলাম এক ব্যবসায়ী বন্ধুর অফিসে। তাদের কেউ কেউ আবার আ. লীগ-বিএনপি'র সাপোর্টার। প্রসংগক্রমে উঠে আসে চলমান রাজনৈতিক পরিস্থিতি। ০৫ জানুয়ারির নির্বাচন-সমাবেশ-৫০০ স্কুল পুড়িয়ে দেয়া-১২৬ জনের প্রাণনাশ-পেট্রোলবোমা-টানা অবরোধ-হরতালের বিশ্বরেকর্ড হলো কিনা-এক মাসে ৭৪ জন নিহত-দেশ পাকিস্তান হয়ে যাচ্ছে- ইত্যাদি ইত্যাদি। 'সাপোর্টার' বন্ধুরা এক অপরকে দোষারোপের খেলায় মেতে ওঠে। এ বলে বিএনপি দায়ী, ও বলে আ. লীগ দায়ী।... যাই হোক, দীর্ঘদিন পরে বন্ধুরা মিলে আড্ডা-দুষ্টামী-খিস্তিখেউর-স্মৃতিকাতরতা-দামি নাস্তা শেষে ফুরিয়ে আসা শীতের রাতে বাসায় ফিরছিলাম আর ভাবছিলাম এখন যদি রাস্তায় আমার কিছু হয়ে যায়, কোন বোমা এসে যদি আমার শরীর-মুখ ঝলসে দেয় অথবা পুলিশের "বন্দুক যুদ্ধ"-এর মাঝে যদি পড়ে যাই তখন কী হবে!... আমার 'সাপোর্টার' বন্ধুদের মুখ চোখের সামনে ভেসে ওঠে...