BCS: Bangla preparation

Author Topic: BCS: Bangla preparation  (Read 1592 times)

Offline Md. Monirul islam

  • Newbie
  • *
  • Posts: 28
  • B.A & M.A in ISLM (DU), Library Officer, DIU.
    • View Profile
BCS: Bangla preparation
« on: October 14, 2014, 02:45:35 PM »
                                                                                   বাংলা সাহিত্য প্রস্তুতি
 
১.আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি?
উঃ দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।

২.আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে?
উঃ রোসাং বা রোসাঙ্গ নামে।

৩.কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন?
উঃ ফতেহাবাদের জালালপুরে।

৪.মাগন ঠাকুর কে ছিলেন?
উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।

৫.“নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ? কে রচনা করেছেন?
উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ।

৬.কার আদেশে দৌলত কাজী ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন?
উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের আদেশে।

৭.‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকে কাব্য?
উঃ সপ্তদশ শতাব্দী।

৮.সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত?
উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’।

৯.“পদ্মাবতী ’’ কে রচনা করেন ?
উঃ মহাকবি আলাওল।

১০.“পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা?
উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।

১১.কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন ?
উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী।

১২.আলাওলের অন্যান্য রচনার নাম করুন?
উঃ তোহফা, সেকান্দারনামা, সঙ্গীতন শাস্ত্র (রাগতাল নামা), বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি।

১৩. ছাড়পত্র কাব্য- সুকান্ত ভট্টাচার্য

১৪.পঞ্চতন্ত্র গ্রন্থঃ সৈয়দ মুজতবা আলী

১৫.নজরুলের প্রথম উপন্যাসঃ বাঁধনহারা

১৬. মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়, বামারঞ্জিকা, বামাতোষিনীঃ প্যারীচাদ মিত্র

১৭.মেঘনাদ বধ কাব্যে সর্গঃ ৯টি

১৮. আবদুল্লাহ উপন্যাসঃ কাজী ইমদাদুল হক

১৯. অরন্য গোধুলী কাব্যঃ বন্দে আলী মিয়া

২০.বটতলার উপন্যাসঃ রাজিয়া খান

২১. নজরুল ইসলামের দারিদ্র কবিতাঃ সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত

২২.চিলেকোঠার সেপাইঃ আখতারুজ্জামান ইলিয়াস

২৩.শান্তিধারাঃ এয়াকুব আলী চৌধুরী

২৪.বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাঃ চন্ডীদাস

২৫.ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
উঃ অনল প্রবাহ।

২৬.‘উমর ফারুক’ কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত?
উঃ জিঞ্জির।

২৭.‘উদাসিন পথিকের মনের কথা’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ মীর মশার্*রফ হোসেন।

২৮.‘উত্তম-পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রশীদ করিম।

২৯.‘এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ’ এর রচিয়তা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।

৩০.‘একেই কি বলে সভ্যতা’ প্রহসণটি কার রচনা?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।

৩১.‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।

৩২.‘ওরা কদম আলী’ নাটকের রচিয়তা কে?
উঃ মামুনুর রশিদ।

৩৩.‘ওজারতির দুই বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।

৩৪.‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।

৩৫.‘স্বৈরাচারের দশ বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।

৩৬.‘কড়ি দিয়ে কিনলাম’ উপন্যাসটি রচনা করেন কে?
উঃ বিমল মিত্র।

৩৭.‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৮.‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

৩৯.‘কমলাকান্তের দপ্তর’ কোন ধরনের রচনা?
উঃ র্তীযক ব্যঙ্গাত্মক।

৪০.‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

৪১.‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ শওকত ওসমান।

৪২.‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা কে?
উঃ রামনারায়ন তর্করত্ন।

৪৩.‘কাফেলা’ নাটকের রচিয়তার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।

৪৪.‘কামাল পাশা’ ও ‘আনোয়ার পাশা’ গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।

৪৫.‘কবর’ নাটকটির রচিয়তা কে?
উঃ মুনীর চৌধুরী।

৪৬.‘কবর’ নাটকের পটভুমি কি ?
উঃ ৫২-এর ভাষা আন্দোলন।

৪৭.‘কবর’ নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

৪৮.‘কবর’ কাবিতাটির রচয়িতা কে?
উঃ জসীমউদ্দিন।
« Last Edit: October 14, 2014, 05:45:27 PM by Md. Monirul islam »
We have certainly created man in the best of structure.Then we return him to the lowest of the low. Except for those who believed and do righteous deeds, for they will have reward uninterrupted. --Al Quran (Surah At Tin)   (O Allah..., forgive us all.....)

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
Re: BCS: Bangla preparation
« Reply #1 on: October 20, 2014, 05:24:33 PM »
Thanks for this valuable information