মাইকেল জ্যাকসনের বাড়ির দাম ১০ কোটি ডলার!

Author Topic: মাইকেল জ্যাকসনের বাড়ির দাম ১০ কোটি ডলার!  (Read 737 times)

JEWEL KUMAR ROY

  • Guest
বিক্রি হচ্ছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বহুল আলোচিত বাড়ি ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’। দাম হাঁকা হয়েছে ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলার।

মাইকেল জ্যাকসনের বাড়ি নেভারল্যান্ড র‌্যাঞ্চ. শুক্রবার ফক্স নিউজ এক খবরে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এ বাড়িটির বর্তমান নাম সাইকামোর ভ্যালি।স্বর্গের মতো করে বাড়িটি গড়ে তুলতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন।১২ হাজার বর্গফুটের বাড়িটিতে রয়েছে ছয়টি থাকার ঘর, কর্মচারীদের বাসস্থান ও ২টি অতিথি কক্ষ। বাড়িটিতে ছিল ৫০ আসন বিশিষ্ট সিনেমা থিয়েটার। এখানে সঙ্গীত শো’র জন্য ছিল একটি মঞ্চ। একটি ফুলেল ঘড়ি এবং ট্রেন স্টেশন এখনও অক্ষত অবস্থায় রয়েছে সেখানে।

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন

২২টি ভবনের সমন্বয়ে গড়া এই বাড়িতে ছিল একটি চিড়িয়াখানা। যেখানে প্রচুর সংখ্যক জীবজন্তুর বিচরণ ছিল। ছিল বাচ্চাদের উপভোগের জন্য চমৎকার রাইড ও ফুলের বাগান। মূল বাড়ির দুই পাশে রয়েছে দুটি লেক। যা বাড়িটির শোভা বর্ধন করতে রেখেছে বিশাল ভূমিকা।

১৯৮৭ সালে ১৯.৫ মিলিয়ন মার্কিন ডলারে নেভারল্যান্ড র‌্যাঞ্চ কেনেন মাইকেল জ্যাকসন। সেখানে তিনি ১৫ বছর বসবাস করেন।

শিশু যৌন নির্যাতনের অভিযোগ উঠায় পুলিশের তদন্তের মূলে ছিল সঙ্গীত আইকনের এ বাড়িটি। ২০০৫ সালে মাইকেল এ অভিযোগ থেকে মুক্তি পান।

পপ সঙ্গীত জগতের কিংবদন্তী মাইকেল জ্যাকসন ২০০৯ সালে ৫০ বছর বয়সে মারা যান।