Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS

৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবে ২১৮০ জন

(1/1)

JEWEL KUMAR ROY:
দুই হাজার ১৮০টি পদে নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জনসহ মোট সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে প্রথম শ্রেণির (গেজেটেড) কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চার জনকে নিয়োগ দেবে সরকার।

এ বিসিএসে অংশ নিতে আগ্রহীরা আগামী ১৪ জুন থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ফি জমা দিতে পারবেন।

আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

mshahadat:
plz give total course details. 

Md. Al-Amin:
Inspiring post..........

Farhadalam:
Informative post.

Navigation

[0] Message Index

Go to full version