খবর > টেক > থ্রিডি প্রিন্টারে মানব ত্বক!
থ্রিডি প্রিন্টারে মানব ত্বক!
থ্রিডি প্রিন্টারে কৃত্রিম ত্বক তৈরির ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ল’রিয়েল। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে মানব ত্বক তৈরির জন্য ‘বায়ো-ইঞ্জিনিয়ারিং’ স্টার্টআপ অর্গানোভোর সঙ্গে জোট বেঁধেছে প্রতিষ্ঠানটি।
বিবিসির জানিয়েছে, থ্রিডি প্রিন্টারে উৎপাদিত ত্বক পণ্যের নমুনা পণ্য পরীক্ষার কাজে ব্যবহার করবে ল’রিয়েল। আইনসম্মত এবং প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে সম্ভব হলেও একটি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কৃত্রিম ত্বক দিয়ে ঠিক কী করবে সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
এর আগে থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে কৃত্রিম যকৃত প্রস্তুতের দাবির কারণে পত্রিকার শিরোনাম হয়েছিল মার্কিন স্টার্টআপ প্রতিষ্ঠান অর্গানোভো। তবে প্রসাধণী নির্মাতা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এটাই অর্গানোভোর প্রথম জোট।
ল’রিয়েলের কৃত্রিম ত্বক ব্যবহারের পরিকল্পনা প্রশ্নবিদ্ধ হয়েছে বিশেষজ্ঞদের কাছে। হার্লি স্ট্রিট ডার্মাটোলজি ক্লিনিকের বিশেষজ্ঞ অ্যাডাম ফ্রিডম্যান এ ব্যাপারে বলেন, “মানব কোষের সঙ্গে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহার-- শুনলে অসম্ভব মনে হয় না। পুড়ে যাওয়া ক্ষতের চিকিৎসার কাজে এই প্রযুক্তির সম্ভাবনা আমি বুঝতে পারছি। কিন্তু প্রসাধনী শিল্প এই প্রযুক্তি দিয়ে কী করবে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই।”
বর্তমানে প্লাস্টিক সার্জারির সময় রোগীদের দান করা টিস্যু থেকে ত্বকের নমুনা তৈরি করে ল’রিয়েল। ল্যাবরেটরিতে উৎপাদিত ত্বকের এই নমুনার উপর পণ্য গবেষণা চালায় প্রতিষ্ঠানটি।